ভারতের হয়ে ১৬ টি-টোয়েন্টি ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। সবগুলোতেই ছিলেন ওপেনার। আইপিএলেও ওপেন করেন রাজস্থানের হয়ে। সেই জয়সওয়ালকে বিশ্বকাপে ওপেনিংয়ে চান না ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার।
স্টার স্পোর্টসে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের একাদশ কেমন হওয়া উচিত, জানিয়েছেন গাভাস্কার। সেখানে তিনি ওপেনিংয়ে রেখেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে, ‘‘একাদশ গড়া পছন্দ করি না আমি। কারণ, সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি । বাদ পড়বেই কারও না কারও পছন্দের খেলোয়াড়। কোহলি আর রোহিত ওপেন করুক। জয়সওয়াল আসুক তিনে।’’
ব্রায়ান লারার মতো কিংবদন্তি তিন নম্বরে চান সূর্যকুমার যাদবকে। তবে গাভাস্কার সূর্যকুমারকে খেলাতে চান চার নম্বরে। গাভাস্কার রেখেছেন দুই পেসার জাসপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজকে। প্রস্তুতি ম্যাচে ভালো করলেও পেসার অর্শদীপ সিং আর ব্যাটার সঞ্জু স্যামসনকে একাদশে রাখেননি।
গাভাস্কারের একাদশটা এরকম, ‘‘রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজ।’’
ভারত এই একাদশটা মেনে দল সাজাবে তো? জয়সওয়ালকে তারা হয়তো একাদশেই রাখবে না আজ। তার জায়গায় তৃতীয় পেসার হিসেবে থাকতে পারেন অর্শদীপ সিং। ওপেনিংয়ে নামতে পারেন কোহলি আর রোহিত। তিন নম্বরে ফেভারিট সূর্যকুমার যাদব।