ভারতীয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা মারা গেছেন।
মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি, বলে ভারতীয় গণমাধ্যম মেয়ে রাইমা সেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ভরত দেববর্মা মৃত্যুবরণ করেন।
ভরত ও মুনমুনের দুই মেয়ে অভিনেত্রী রাইমা সেন ও রিয়া সেন ।
ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভরত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তার বিয়ে হয়।
এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয়। তার বছর দুই পরে মুনমুন-ভারতের জীবনে আসে রিয়া। বিয়ে ও দুই সন্তানের জন্মের পর মুনমুন নিজের অভিনয় সফর শুরু করেন।
আশির দশকের হার্টথ্রব হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন সুচিত্রা কন্যা।
সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দেন ভরত-মুনমুনের। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা।
শোনা যায়, এর জেরে নাকি তিনি এক বছর কথা বলেননি তাদের সঙ্গে। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য মিটে যায়।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা-কন্যা। ২০১৪ সালে মুনমুন সেনের রাজনৈতিক ক্যারিয়ারের সূত্রপাত।
তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে লোকসভা ভোটে জেতেন তারকা। সামলান বাঁকুড়ার সাংসদপদ। অভিনয় হোক বা রাজনৈতিক ক্যারিয়ার, সবসময়ই স্ত্রীর পাশে থেকেছেন ভরত দেববর্মা।