Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
Beta
শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আবারও প্রাণনাশের হুমকি সালমান খানকে, একজন গ্রেপ্তার

সালমান খান, বলিউড, মুম্বই, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি
সালমান খানের ওপর এ বছর এপ্রিলে হামলার পর বাবা সিদ্দিকি তার নিরাপত্তার জন্য পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তারই জের হিসেবে তাকে হত্যা করা হল বলে মনে করছেন অনেকে।  
[publishpress_authors_box]

সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবার তার বন্ধু বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিরও জীবন হুমকির মুখে পড়েছে।

কয়দিনে আগেই রাজনীতিক ও সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি খুন হন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হাতে।

এই ঘটনা নিয়ে যখন গোটা ভারতজুড়ে তোলপাড়, তখন ফের নতুন হুমকি পেলেন বলিউডের ‘ভাইজান’

অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তি সালমান ও জিশানের কাছে টাকা দাবি করেছে। এদিকে পুলিশের তদন্তে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৫ অক্টোবর বিকেলে জিশানের অফিসে অজ্ঞাত এক ব্যক্তি ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছিল। জিশানের সঙ্গে সালমান খানকেও হুমকি দিয়েছিল সেই ব্যক্তি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সালমানের মতো একই ব্যক্তির কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন বাবা সিদ্দিকের ছেলে জিশান সিদ্দিকও। তিনিও ছিলেন টার্গেটে।

অজ্ঞাত পরিচিয়ের সেই ব্যক্তির নাম গুরফান খান বলা হচ্ছে। আর তাঁর বয়স ২০ বছর মতো।

১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রায় দশেরার উৎসবমুখর সন্ধ্যায় ৬৬ বছর বয়সী বাবা সিদ্দিকিকে তার ছেলের অফিসের বাইরে একাধিকবার গুলি করে হত্যা করা হয়। মোট ছয়টি গুলি ছোড়া হয়, যার মধ্যে চারটিই তার বুকে লাগে
এরপর নতুন করে শঙ্কায় সালমান খানের নিরাপত্তা।

গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল এরই মধ্যে বাবা সিদ্দিকি হত্যার দায় স্বীকার করেছে

আর কৃষ্ণহরিণ শিকারকে কেন্দ্র করে এই বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সালমানের বিরোধ পুরোনো। সিদ্দিকি খুন হওয়ার পর সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে

সিদ্দিকি পরিবারের খেয়াল রাখছেন সালমান

বাবা সিদ্দিকির মতো বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন সালমান। সালমান নিয়মিত সিদ্দিক পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন, বলে জানিয়েছেন জিশান ।

গণমাধ্যমকে তিনি বলেন,”বাবা ও সালমান ভাইয়ের সম্পর্ক একেবারে আপন ভাইদের মতোই ছিল। এখন রোজ রাতে সালমান ভাই ফোন করেন। ভাইয়েরও রাতে ঘুম আসে না। এই সব নিয়েই কথা হয়। তবে সালমান ভাই আমাদের পাশে আছেন।”

সালমান খান, বলিউড, মুম্বই, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি, বাবা সিদ্দিকি, বলিউড-আন্ডারওয়ার্ল্ড সম্পর্ক
প্রতি বছর ঈদের অনুষ্ঠানে বাবা সিদ্দিকির দাওয়াতে সাড়া দিতেন সালমান খান। তার সাথে ঘনিষ্ঠ হওয়াই নাকি কাল হয়েছে বাবা সিদ্দিকির। সেই কারণেই নাকি মরতে হল এই রাজনীতিককে, এমনই দাবি বিষ্ণোই গ্যাংয়ের।

বাবা সিদ্দিকির হত্যা মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো ৩ জন পলাতক।

সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার মধ্য দিয়ে দুই দশকের বেশি সময় পরে বলিউডে নতুন করে সহিংস সন্ত্রাসবাদ হানা দিল

বলিউডে বাবা সিদ্দিকি সবচেয়ে আলোচিত সম্ভবত ২০১৩ সালে সালমান খান ও শাহরুখ খানের মধ্যে চলতে থাকা বিরোধ মেটানোর মধ্যস্ততাকারী হিসেবে। সেবার এক ইফতার পার্টিতে দুই নায়ককেই নিমন্ত্রণ করেন তিনি।
সালমানের বাবা বলিউডের বিখ্যাত প্রযোজক ও স্ত্রিপ্টরাইটার সেলিম খানও ছিলেন নিমন্ত্রিত। সেখানেই ইফতারের সময় শাহরুখ খানকে সেলিম খানের পাশে বসিয়ে দেন তিনি। তখন থেকেই দুই মহাতারকার দূরত্ব কমতে থাকে।

বলা হয়, মু্ম্বাইয়ে সর্বকালের সেরা গ্যাংস্টার হিসেবে কুখ্যাতি অর্জনকারী দাউদ ইব্রাহিমের গ্যাং ‘ডি কোম্পানি’র হয়ে বলিউডের চাঁদাবাজি ও মাদকসহ অন্যান্য অবৈধ ব্যবসায়ের মধ্যস্থতাকারী ছিলেন বাবা সিদ্দিকি।

রোজার মাসে চোখ ধাঁধানো ইফতার পার্টির দিতেন সিদ্দিকি। ওইসব ইফতার পার্টিতে বলিউডের বড় বড় তারকা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা মিলিত হতেন। একধরনের ‘বিজনেস ডিল’ এর ক্ষেত্রও হয়ে উঠেছিল সিদ্দিকির দেয়া পার্টিগুলো।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত