Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

১০ উইকেটের ১০টিই ভারতীয় পেসারের

WhatsApp Image 2024-11-15 at 18.09.51
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

টেস্ট ক্রিকেটের দেড় শ বছরের ইতিহাসে ইনিংসে ১০ উইকেটের ১০টিই নিয়েছেন কেবল তিনজন বোলার। ভারতের অনিল কুম্বলে তাদের অন্যতম। ভারতের ঘরোয়া ক্রিকেটে অবশ্য এমন নজির আছে আরও। সেই তালিকায় এবার যোগ হলেন ভারতীয় পেসার অংশুল কামবোজ।

২৩ বছর বয়সী কামবোজ রঞ্জি ট্রফিতে হরিয়ানার হয়ে কেরালার বিপক্ষে বৃহস্পতিবারই নিয়েছিলেন ৮ উইকেট। শুক্রবার নেন ইনিংসের বাকি দুই উইকেটও। তাতে রঞ্জি ট্রফির ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেটের সবগুলো নেওয়ার কীর্তি এখন কামবোজের। হরিয়ানার চৌধুরী বানসি লাল স্টেডিয়ামে কামবোজের বোলিং ফিগার— ৩০.১ ওভার, ৯ মেডেন, ৪৯ রান, ১০ উইকেট। তার তোপে কেরালা অলআউট হয়েছে ২৯১ রানে। জবাবে হরিয়ানা চা বিরতি পর্যন্ত ৫ উইকেটে করেছে ১০০।

রঞ্জি ট্রফিতে ১৯৫৬-৫৭ মৌসুমে বাংলার হয়ে প্রেমাংশু চট্টোপাধ্যায় আসামের বিপক্ষে ২০ রানে নিয়েছিলেন ১০ উইকেট। টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ১৯৮৫-৮৬ সালে বিদর্ভের বিপক্ষে ৭৮ রানে ১০ উইকেট নিয়েছিলেন রাজস্থানের প্রদীপ সুন্দরম। ৩৮ বছর পর তৃতীয় বোলার হিসেবে কীর্তিটা এখন গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে ভারতের হয়ে খেলা কামবোজের।

টেস্টে ১৯৫৬ সালে ম্যানচেস্টারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের গ্যারি লিনেকার। ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্টে কুম্বলে নিয়েছিলেন ১০ উইকেট। সবশেষ ২০২১ সালে মুম্বাই টেস্টে ভারতের ১০ উইকেট নিয়েছিলেন নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত