তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার সন্ধ্যায় শপথ নিবেন নরেন্দ্র মোদী। বিভিন্ন সূত্রের বরাতে এতথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
এর আগে দেশটির বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল বিজেপির এই নেতা শপথ নেবেন শনিবার।
সাত দফায় ভোট গ্রহণের পর গত ৪ জুন ভারতে একযোগে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়। তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি আসন পেয়ে বিজয়ী হয়।
বিজেপির পর সবচেয়ে বেশি আসন পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। আর দলটির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২টি আসন।
বুধবার এনডিএর প্রধান হিসেবে বেছে নেওয়া হয় মোদীকে। তিনি শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে। একই দিন নতুন মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রীরাও শপথ নেবেন।
শপথ অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব ইমরুল কায়েস বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তার নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাচ্ছেন।
একই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পা কামাল দাহালকে। এনডিটিভির খবরে বলা হয়েছে, আমন্ত্রিতের তালিকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রভিন্দ যুগনাথও রয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর মোদীই দেশটির দ্বিতীয় নেতা, যিনি তিন দফায় ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন।
নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে বুধবার ভারতের প্রেসিডেন্ট দৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন মোদী। এর মধ্য দিয়ে দেশটির ১৭তম সরকারের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, বুধবার মোদী রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতি তা গ্রহণ করে পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত মোদীকে সরকার চালিয়ে নেওয়ার অনুরোধ করেন।