Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
Beta
শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

চালক ছাড়াই ৭০ কিলোমিটার পথ পাড়ি দিল ট্রেনটি!

ট্রেনটি ১০০ কিলোমিটার গতিতে ছুটছিল।
ট্রেনটি ১০০ কিলোমিটার গতিতে ছুটছিল।
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

চালক ছাড়াই ৭০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়েছে ভারতের একটি মালবাহী ট্রেন। সেসময় ট্রেনটি ছুটছিল ১০০ কিলোমিটার গতিতে।

ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, রবিবার ট্রেনটি জম্মু ও কাশ্মীরের কাথুয়া থেকে পাঞ্জাবের হোশিয়ারপুর পর্যন্ত চালক ছাড়াই চলেছে। এরপর বিশেষ ব্যবস্থায় সেটিকে থামানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছুটে চলা ট্রেনের ভিডিও বেশ আতঙ্ক সৃষ্টি করলেও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

রেল কর্মকর্তারা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) জানিয়েছেন, রবিবার স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

নুড়িপাথর বহনকারী ৫৩ বগির মালবাহী ট্রেনটি জম্মু থেকে পাঞ্জাব যাচ্ছিল। পথিমধ্যে এটি কাথুয়ায় থামে চালক পরিবর্তনের জন্য। কিন্তু ট্রেন থেকে নামার আগে চালক ও তার সহকারীরা হ্যান্ড ব্রেক টানতে ভুলে যান।

কর্মকর্তারা বলছেন, কাঠুয়া স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের চালক ও তার সহকারী নেমে যাওয়ার পর এটি নিজে নিজেই চলতে শুরু করে। সেখানকার রেলপথ সামনের দিকে বেশ ঢালু ছিল। এতে অল্প সময়ের মধ্যেই ট্রেনটির গতি উঠে যায় ১০০ কিলোমিটারে।

কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি ঘন্টায় প্রায় ১০০ কিলোমিটার বেগে চলেছিল। থামানোর আগে প্রায় পাঁচটি স্টেশন ও ৭০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দেয় এটি।

চালক ছাড়াই টেন ছুটে আসার খবরে রেলওয়ে কর্মকর্তারা সেই পথে সব ট্রেন চলাচল ও পথে থাকা রেল ক্রসিংগুলো দ্রুত বন্ধ করে দেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন স্টেশনে থাকা মানুষের মধ্যেও। পরে রেললাইনের ওপর কাঠের ব্লক ফেলে ট্রেনটির গতি কমিয়ে এটিকে থামানো হয়।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ।

ভারতে এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০২০ সালে ঝাড়খণ্ড রাজ্যেও এ ধরনের ঘটনা ঘটেছিল। বরসুয়া রেলস্টেশনে থেকে একটি পণ্যবাহী ট্রেন বিমলগড় রেলওয়ে স্টেশনের দিকে পেছন বরাবার যেতে শুরু করে। সেটির গতিবেগও ১০০ কিলোমিটারে উঠেছিল।

ভারতের যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বড় ভূমিকা রেলপথের। বিশ্বের সবচেয়ে বড় রেল নেটওয়ার্ক রয়েছে দেশটিতে। প্রতিদিন ট্রেনে করে লাখো মানুষ চলাচল করেন। প্রায়ই দেশটিতে বড় ট্রেন দুর্ঘটনার খবর পাওয়া যায়।

গত বছরের জুনে ভারতের ওড়িশায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কয়েকশ মানুষ নিহত হন। ওই দুর্ঘটনার পর রেলের নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছিল। সম্প্রতি আধুনিক স্টেশন ও ইলেকট্রনিক সিগন্যাল সিস্টেম স্থাপনসহ দেশটির রেলপথ সংস্কারের জন্য বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, দ্য গার্ডিয়ান

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত