Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

৬ দেশে ১ লাখ টন পেঁয়াজ রপ্তানি করবে ভারত

Onion
[publishpress_authors_box]

বাংলাদেশসহ ছয় দেশে প্রায় এক লাখ মেট্রিকটন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অন্য দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, ভুটান, বাহরাইন, মরিশাস ও শ্রীলঙ্কা।

সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, দ্য ন্যাশনাল কোঅপারেটিভ এক্সপোর্ট লিমিটেড (এনসিইএল) এই ৯৯ হাজার ১৫০ মেট্রিকটন পেঁয়াজ রপ্তানির দায়িত্বে থাকবে। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় উৎপাদকদের কাছ থেকে কেনা এসব পেঁয়াজ যথাসময়ে যেন নির্ধারিত এজেন্সির মাধ্যমে নির্ধারিত দেশে পৌঁছে তার দেখভালও করবে এনসিইএল। রপ্তানি ও আমদানিকারক দেশের বাজারমূল্য অনুযায়ী এই পেঁয়াজের দাম নির্ধারণ করা হবে।

তবে পেঁয়াজ কিনতে হলে অগ্রীম মূল্য পরিশোধ করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দেশটির সবচেয়ে বড় পেঁয়াজ উৎপাদনকারী রাজ্য হলো মহারাষ্ট্র। এই রাজ্য থেকেই বড় অংশের পেঁয়াজ আসবে।

পাশাপাশি, দুই হাজার টন সাদা পেঁয়াজ রপ্তানিরও অনুমতি দিয়েছে ভারত সরকার। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোয় এই পেঁয়াজের চাহিদা থাকায় সেখানে রপ্তানির জন্য সাদা পেঁয়াজ উৎপাদন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত