Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
Beta
বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি

আরেকটি কীর্তি গড়ে সঞ্জু স্যামসনের সেঞ্চুরি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রান একাই করেছেন স্যামসন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রান একাই করেছেন স্যামসন।
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বাংলাদেশের বিপক্ষে সিরিজে সঞ্জু স্যামসনের ব্যাটিং কি মনে আছে? যেখানে তিনি শেষ করেছিলেন, সেখান থেকেই যেন দক্ষিণ আফিকার বিপক্ষে ব্যাটিংটা শুরু করলেন । ডারবানে শুক্রবার ভয়ঙ্কর মারকাটারি ব্যাটিংয়ে ভারতের এই ব্যাটসম্যান করলেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। গড়লেন দারুণ এক কীর্তি।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১০ ছক্কার ঝড়ে সেঞ্চুরি করে ভারতকে নিয়ে গেলেন দুশ রানের ওপরে। প্রথমে ব্যাট করে শুক্রবার ভারত ৮ উইকেটে তোলে ২০২ রান। যার ১০৭ রান একাই করেছেন স্যামসন।

ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে টানা দুটি সেঞ্চুরি করলেন তিনি।

ইনিংস শুরু করতে নেমে ৪৭ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন স্যামসন। ৫০ বলে ১০ ছক্কা ও ৭ চারে ১০৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই কিপার-ব্যাটসম্যান।

এই সংস্করণে সবশেষ ম্যাচে গত মাসে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে ৮ ছক্কা ও ১১ চারে ৪৭ বলে ১১১ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ২৯ বছর বয়সী ক্রিকেটার।

ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে টানা দুটি সেঞ্চুরির কীর্তি গড়লেন তিনি। পুরুষদের টি-টোয়েন্টিতে গোটা বিশ্বে তার আগে যে রেকর্ড ছিল – ফ্রান্সের গুস্তাভ মেকিয়ান, দক্ষিণ আফ্রিকার রাইলি রুশো ও ইংল্যান্ডের ফিল সল্টের।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত