বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন উঠেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ব্যাটার না-ও থাকতে পারেন বলে গুঞ্জন ছিল ভারতীয় মিডিয়ায়। আইপিএলে রানের বৃষ্টি ঝরানো এই ব্যাটার আছেন ভারতের বিশ্বকাপ দলে। প্রায় ১৫ মাস পর বিশ্বকাপ স্কোয়াড দিয়েই জাতীয় দলে ফিরেছেন ঋষভ পন্ত। তবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টুর্নামেন্টে যাওয়া হচ্ছে না লোকেশ রাহুলের।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। এবারের আসরের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের টাইমস স্কয়ারের একটি ছবি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে বিসিসিআই। সেই ছবিতে একটি উঁচু ভবনে গ্রাফিক্সের মাধ্যমে বসানোর হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নাম।
সবার ওপরের নামটি অধিনায়ক রোহিত শর্মার। এই ওপেনারই যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন, সেটি আগেই জানিয়ে রেখেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। রোহিতের ডেপুটি হার্দিক পান্ডিয়া।
লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন পন্ত। মারাত্মক গাড়ি দুর্ঘটনায় তার ক্রিকেট ক্যারিয়ারই পড়ে গিয়েছিল হুমকির মুখে। তবে এবারের আইপিএলে তিনি ফিরেছেন চেনা রূপে। এবার বিশ্বকাপ দলেও জায়গা পেয়েছেন এই উইকেটকিপার ব্যাটার। তার মতো আরেক উইকেটকিপার সঞ্জু স্যামসনও আছেন স্কোয়াডে। আইপিএলের পারফরম্যান্স তাকে এগিয়ে রেখেছে। যেকারণে তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন রাহুল।
এই আইপিএলের দুর্দান্ত ফর্মেই কুড়ি ওভারের বিশ্ব আসরে সুযোগ পেয়ে গেছেন শিবম দুবে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন বাঁহাতি ব্যাটার।
স্পিন বোলিং আক্রমণে আছেন রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। পেস বোলিং বিভাগে রাখা হয়েছে আর্শদীপ সিং, জসপ্রিত বুমরা ও মোহাম্মদ সিরাজকে।
১৫ জনের স্কোয়াডে জায়গা হয়নি শুভমান গিলের। তবে এই ওপেনার আছেন রিজার্ভ স্কোয়াডে। সেখানে আরও রয়েছেন রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আভেশ খান।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ।
রিজার্ভ: শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আভেশ খান।