Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
Beta
শনিবার, ২২ মার্চ, ২০২৫
অনূর্ধ্ব-১৭ সাফ

ভারতের জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ভারত সেমিফাইনালে উঠেছে আগেই। এবার সঙ্গী করে নিল বাংলাদেশকেও। ছবি: বাফুফে
ভারত সেমিফাইনালে উঠেছে আগেই। এবার সঙ্গী করে নিল বাংলাদেশকেও। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

মাত্র ১ পয়েন্ট পেয়েই অনূর্ধ্ব-১৭ সাফের সেমিফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ। মঙ্গলবার ‘এ’গ্রুপের শেষ ম্যাচে ভারত ৩-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। এতেই গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।

‘এ’ গ্রুপে  লড়ছে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপ। প্রতি দলের ২ ম্যাচ শেষে ভারত সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। মালদ্বীপ ও বাংলাদেশের সমান ১ পয়েন্ট করে পেয়েছে। কিন্তু দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১-১ গোলে ড্র হয়। তাই ভারত ৩-০ গোলে মালদ্বীপকে হারানোয় গোল ব্যবধানে এগিয়ে থেকে বাংলাদেশ শেষ চারে খেলবে।

বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ০-১ গোলে হারে ভারতের কাছে। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তাকিয়ে ছিল ভারতের দিকে। ভারত ২ গোলের ব্যবধানে না জিতলে বাংলাদেশের বদলে মালদ্বীপ সেমিফাইনালে উঠে যেত। কিন্তু ভারত ৩-০ গোলে জেতায় বাংলাদেশ পরের পর্বে খেলার সুযোগ পাচ্ছে।

গোলের পর ভারতীয় ফুটবলারের উল্লাস।

বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ ড্র হওয়ার পরই ভারতের সেমিফাইনাল নিশ্চিত হয়। এরপরও ভারত এই ম্যাচে জয়ের জন্যই খেলেছে। ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল তারা। ভারত দ্বিতীয় গোলটি পেয়েছে খুব সহজেই। মালদ্বীপের গোলরক্ষকের হাত থেকে ফসকে বল বক্সের মধ্যে পড়েছিল। সেখান থেকে ফিনিশিং করেছেন ভারতীয় ফরোয়ার্ড। ২-০ গোলে ভারত এগিয়ে থাকার পরও বাংলাদেশের অনিশ্চয়তা ছিল। মালদ্বীপ এক গোল পরিশোধ করে ফেললে বেশি গোল দেওয়ার সুবাদে সেমিফাইনালে উঠে যেত। ম্যাচের অন্তিম মুহূর্তে ভারতের ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ভারতের বড় জয়ের পাশাপাশি বাংলাদেশের সেমিফাইনালও নিশ্চিত করেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ সেমিফাইনালে মুখোমুখি হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সঙ্গে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত