Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
Beta
মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ব্যক্তিগত রেকর্ড আর টানে না রোনালদোকে

ronaldo-4
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

রেকর্ডের পেছনে তিনি ছোটেন না, রেকর্ডই তার পিছে ছোটে- ৯০০ গোলের মাইলফলক ছোঁয়ার পর ক্রিস্তিয়ানো রোনালদো নিজেই বলেছিলেন কথাটা। এবার পর্তুগিজ যুবরাজ জানালেন, এখন রেকর্ডই আর তাকে টানে না!

তার পায়ে অসংখ্য রেকর্ডের জন্ম হয়েছে। একসময় মাঠে নামলেই নতুন রেকর্ডে নাম তুলতেন রোনালদো। বয়স ৩৯ পেরিয়ে যাওয়ার পরও তার রেকর্ডবুক বন্ধ হয়নি। তার ফুটবলে ‘চিরতরুণের’ ছাপ। সৌদি ফুটবলে গোলের পর গোল করে যাচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এএফসি চ্যাম্পিয়নস লিগেও গোল করেছেন তিনি। কাতারি ক্লাব আল-রায়ানের বিপক্ষে আল নাসরের ২-১ গোলে জেতার পথে জাল খুঁজে নিয়েছেন রোনালদো। দলের জয়ের পর পর্তুগিজ অধিনায়ক বলেছেন, “আমি সেরা নাকি সেরা নই, এটা আর কোনও গুরুত্বপূর্ণ ব্যাপার না। আমার কাছে এইসব আর কোনও অর্থ রাখে না।”

দলের সাফল্যই এখন রোনালদোর কাছে শেষ কথা, “গোল করা নিশ্চয়ই খেলোয়াড় হিসেবে দারুণ ব্যাপার। তবে আমার কাছে দলের জয়টাই গুরুত্বপূর্ণ। রেকর্ড ভাঙতে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি, এগুলো আর আমাকে টানে না।”

সঙ্গে যোগ করেছেন, “আমার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো উপভোগ করা এবং আল নাসর ও আমার সতীর্থদের জয়ে সাহায্য করা।”

ব্যক্তিগত রেকর্ডের মালা গেঁথে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় নিজের নাম বসিয়েছেন রোনালদো। ব্যক্তিগত অর্জনে সবচেয়ে বড় পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন তিনি পাঁচবার। তবে পুরস্কারটির ২০২৪ সালের সংস্করণের সংক্ষিপ্ত তালিকাতেও নেই সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত