Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাসায় বাগান করতে গিয়ে ডেঙ্গু ডেকে আনছেন কি?

balcony garden
[publishpress_authors_box]


অনেকেই বাড়ির বারান্দাটি গাছপালা দিয়ে সাজিয়ে রাখেন। সবুজের মাঝে সময় কাটালে এমনিতেই মন ভাল হয়ে যায়। তাছাড়া শহুরে পরিবেশে বিশুদ্ধ বাতাসে শ্বাস নেওয়ার সুযোগ কিছুটা হলেও মেলে।

তবে ডেঙ্গু, চিকগুনিয়ার মত অন্যান্য মশাবাহিত অসুখ এড়াতে অতিরিক্ত সাবধান থাকতে হবে; পানি জমে থাকতে দেয়া যাবে না একদম।

শখ করে বাড়িতে অনেক গাছ নিয়ে আনলেও তাদের যত্ন নেওয়া কিন্তু মোটেই সহজ কাজ নয়। গাছের যত্ন নিতে হবে, তাদের পিছনে সময় দিতে হবে।

জেনে নিন, কোন ভুলগুলি নতুন বাগান করতে গিয়ে বেশির ভাগ মানুষ করে ফেলেন।

গাছ কেনার পর অতি উৎসাহী হয়ে বেশি বেশি পানি দিয়ে ফেলেন অনেকে। কম পানি পেলে যেমন গাছের পাতা হলুদ হয়ে যায়, তেমনি বেশি পানি দিলে পাতা পঁচে যেতে পারে। পানি দেওয়ার দরকার কিনা তা বোঝা যায় মাটি ধরে দেখলেই যদি দেখেন আঙুলে মাটি লেগে যাচ্ছে, তা হলে দরকার নেই। একদম শুকিয়ে গেলে পানি দেবেন।

ঝকঝকে সিরামিকের পাত্রে গাছ লাগিয়েছেন কিন্তু নিচে কোনও ছিদ্র নেই। পানি জমছে মাটিতে বের হওইয়ার উপায় নেই। এই ভুলে শিকড় পঁচে যেতে পারে। পানি দেওয়া যেমন দরকার, তেমনই তা বের হতে পারছেন কিনা, সেটা জরুরি।

বর্ষায় গাছে পোকামাকড়ের আক্রমণ হয় বেশি। রাসায়নিক কীটনাশক না ব্যবহার করে,  নিমের তেল আর বাসন মাজার তরল সাবান পানিতে মিশিয়ে স্প্রে করুন। গাছের মাটিতে পোকা লাগলে মাটিতে নিমের কেক মিশিয়ে দিতে হবে। নিম এক ধরনের প্রাকৃতিক সারও। তাই গাছের বৃদ্ধিও হবে।

গাছ যদি পানি-আলো-সার সব পাওয়া সত্ত্বেও ঠিকমতো না বাড়ে তা হলে বুঝতে হবে অন্য কোথাও সমস্যা হচ্ছে। কোনও রকম পোকা বা রোগ না হয়ে থাকলে বুঝতে হবে গাছ ঠিক মতো সময়ে সময়ে ছাঁটা হচ্ছে না। ঠিক সময় গাছ ছাঁটলে গাছের সব দিকে থেকে পুষ্টি পেতে সুবিধা হয়। তাই গাছও সুন্দর ভাবে বাড়তে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত