বাইবেলের বর্ণনা অনুযায়ী, যিশুর জন্মের পর তাকে হত্যা করতে চেয়েছিলেন প্রাচীন ফিলিস্তিনের সর্বদক্ষিণের জুদিয়া রাজ্যের রোমান ইহুদি রাজা হেরোদ। জানতে পেরে ছোট্ট শিশুটিকে নিয়ে মিশরে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মা মেরি আর জোসেফ।
দূরপথে চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছিলেন তারা। গাছের ছায়ায় তাই থেমে থেমে বিশ্রাম নিচ্ছিলেন মা মেরি আর জোসেফ। কোলে যিশু।
যিশুর প্রাণ বাঁচাতে মা মেরি আর জোসেফের জুদিয়া রাজ্য থেকে মিশরের পথে পাড়ি দেওয়ার ঘটনা নিয়ে একটি ছবি এঁকেছিলেন ইউরোপীয় পুনর্জাগরণ বা রেনেসাঁ যুগের বিখ্যাত ইতালীয় চিত্রশিল্পী তিজিয়ানো ভেসেল্লিও। যিনি তিশ্যান নামে বেশি পরিচিত।
ছবিতে গাছের নিচে বসে আছেন পরিশ্রান্ত মা মেরি। সঙ্গে জোসেফ। পরনের কাপড় মাটিতে বিছিয়ে তাতে যিশুকে বসিয়ে তাকে হাত দিয়ে আগলে রেখেছেন মা মেরি।
চিত্রশিল্পী তিশ্যান ষোড়শ শতকের প্রথম দশকে তেলরঙ দিয়ে আঁকা এই ছবির নাম দিয়েছিলেন ‘দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট’। এটি তার আঁকাআঁকি জীবনের একেবারে শুরুর দিকের কাজ। মাত্র ২০ বছরের এই চিত্রকরকে তখন কেউ চিনত না।
যিশুকে নিয়ে আঁকা ছবিটি যে তিতিয়ানকে পরিচিতি এনে দিয়েছিল, তা নয়। পরে অবশ্য ‘দ্য রেইপ অব ইউরোপা’, ‘বাক্কাস অ্যান্ড অ্যারিয়াডনি’, ‘অ্যাসাম্পশন অব দ্য ভার্জিন’, ‘ভেনাস উরবিনো’র মতো মনকাড়া ছবি ইতালির এই চিত্রশিল্পীকে খ্যাতির চূড়ায় নিয়ে গিয়েছিল।
যিশুর শৈশব নিয়ে আঁকা ‘দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট’ তিশ্যানের আইকনিক ছবি না হলেও ছবিটি দুবার চুরি হয়েছিল। সর্বশেষ লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগে পাওয়া যায় ছবিটি।
সেই ছবি এবার নিলামে তুলছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’স। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২ জুলাই নিলামে উঠছে তিতিয়ানের ‘দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট’।
নিলামে রেনেসাঁ যুগের এই ছবির দাম ১ কোটি ৯০ লাখ থেকে ৩ কোটি ২০ লাখ ডলার পর্যন্ত উঠতে পারে বলে আশা করছে ক্রিস্টি’স।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক শতকে তিশ্যানের ১৮ দশমিক ২৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ২৪ দশমিক ৭৫ ইঞ্চি প্রস্থের ‘দ্য রেস্ট অন দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট’ তৈলচিত্র ঘিরে মানুষের আগ্রহের কমতি ছিল না।
ইউরোপের কয়েকটি অভিজাত পরিবার বিভিন্ন সময়ে তিশ্যানের এই ছবি কিনেছিলেন। তাদের ঘরে শোভাবর্ধনের পর ১৮০৯ সালে অস্ট্রিয়া আক্রমণের সময় ফরাসি সম্রাট ও সেনানায়ক নেপোলিয়ন বোনাপার্টের বাহিনী ছবিটি লুট করে প্যারিসে নিয়ে যায়।
১৮১৫ সালে এটি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ফেরত আসে। এরপর কয়েকবার হাতবদল হয়ে ব্রিটিশ ভূস্বামী ও কূটনীতিক জন আলেকজান্ডার থিনের দখলে যায় ছবিটি।
১৯৯৫ সালে ইংল্যান্ডে থিনের বংশধরের বাড়ি থেকে তিশ্যানের ছবিটি হঠাৎ একদিন চুরি হয়ে যায়। সাত বছর এর কোনও খোঁজ পাওয়া যায়নি।
পরে ২০০২ সালে লন্ডনের একটি বাসস্টপে প্লাস্টিকের ব্যাগ থেকে ছবিটি উদ্ধার করেন শিল্পকর্মের গোয়েন্দা চার্লস হিল।