Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

পাকিস্তান সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ইংলিস

অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন জশ ইংলিস। ছবি: এক্স
অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন জশ ইংলিস। ছবি: এক্স
[publishpress_authors_box]

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া যে নতুন অধিনায়ক পাচ্ছে, সেটা জানাই ছিল। কারণ নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ এই সিরিজে খেলছেন না। কে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন, কৌতূহল বাড়ছিল। অবশেষে অধিনায়ক হিসেবে জশ ইংলিসের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

২৯ বছর বয়সী এই উইকেটকিপার ব্যাটার শুধু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নয়, পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন। পার্থের শেষ ওয়ানডে খেলবেন না প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ ও জশ হ্যাজেলউড। ফলে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার ১৪তম ও ওয়ানডেতে ৩০তম অধিনায়ক হলেন ইংলিস।

সামনেই ভারতের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ। বোর্ডার-গাভাস্কার ট্রফি ঘিরে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ সিরিজের আগে দলের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছে পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে না খেলিয়ে।

মার্শ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার স্থায়ী অধিনায়ক। তার অনুপস্থিতিতে ইংল্যান্ড সিরিজে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন ট্রাভিস হেড। কিন্তু মার্শের সঙ্গে তিনিও আছেন পিতৃত্বকালীন ছুটিতে। অন্যদিকে টেস্ট সিরিজের প্রস্তুতিতে খেলবেন না ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স ও সহ-অধিনায়ক স্টিভেন স্মিথ।

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলবেন না ‍কামিন্স, স্মিথ, হ্যাজেলউড, মিচেল মার্শ ও মার্নাস লাবুশেন। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন জাভিয়ের বার্টলেট, স্পেনসার জনসন ও জশ ফিলিপস।

ইংলিসের অধিনায়ক হওয়াটা চমকই বলা যায়। কারণ বিগ ব্যাশে নেতৃত্ব না দিয়েই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক হয়ে গেলেন তিনি। এই জায়গায় তার চেয়ে বরং এগিয়ে ছিলেন বিগ ব্যাশে নেতৃত্ব দেওয়া ম্যাট শর্ট, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত