ঘরের মাঠে গ্রিসের কাছে হেরে গেছে ইংল্যান্ড। নেশনস লিগের হারে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন ইংলিশদের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি। ওই ধাক্কা কাটিয়ে ওঠার অভিযানে ফিনল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। তবে মাঠে নামার আগেই ধাক্কা আরও জোরাল হয়েছে বুকায়ো সাকার চোটে।
রবিবার নেশনস লিগের ম্যাচ খেলতে পারবেন না আর্সেনাল ফরোয়ার্ড। ফিনল্যান্ড ম্যাচের স্কোয়াড থেকে ছিটকে গেছেন সাকা। গত বৃহস্পতিবার গ্রিসের বিপক্ষে ২-১ গোলের হারের ম্যাচে ডান পায়ে চোট পেয়েছিলেন তিনি। যেকারণে দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠ ছাড়তে হয়। ঝুঁকি এড়াতে ফিনল্যান্ড ম্যাচের স্কোয়াডে তাকে রাখেননি কোচ কার্সলি।
এদিকে দিনকয়েক আগে ইংল্যান্ড স্কোয়াডে যোগ করা হয়েছিল লিভারপুলের কার্টিস জোন্সকে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের এখনও অভিষেক হয়নি জাতীয় দলের জার্সিতে।
সাকার চোটে ইংল্যান্ডের চেয়ে আর্সেনালের ক্ষতি হচ্ছে বেশি। তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সেটি জানায়নি ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। জানা গেছে, জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আর্সেনালে সেরে ওঠার কাজ করবেন সাকা।
২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড আর্সেনালের অন্যতম সেরা খেলোয়াড়। এবারের মৌসুমে গানারদের খেলা সব ম্যাচে মাঠে ছিলেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের জার্সিতে ১০ ম্যাচে করেছেন ৩ গোল।
চোট সমস্যার কারণে গ্রিসের বিপক্ষে খেলতে পারেননি অধিনায়ক হ্যারি কেইন ও জ্যাক গ্রিলিশ। তবে ফিনল্যান্ড ম্যাচ সামনে রেখে শনিবার (১২ অক্টোবর) দুজনই ফিরেছেন অনুশীলনে। রবিবার (১৩ অক্টোবর) ফিনল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।