Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

আরাকান আর্মির গুলিতে আহত বাংলাদেশি জেলের মৃত্যু

ss-myanmar-teknaf-6-4-24
[publishpress_authors_box]

কক্সবাজারে টেকনাফ উপজেলায় নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে আহত বাংলাদেশি জেলে মো. হোসেন আলী (৫০) মারা গেছেন।

ছয়দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই জেলে সোমবার মধ্য রাতে মারা যান বলে স্বজনদের বরাতে জানিয়েছেন টেকনাফ থানার আওতাধীন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শাহদাত হোসেন সিরাজী।

নিহত হোসেন আলী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বালুখালী গ্রামের প্রয়াত আব্দুল শুক্করের ছেলে।

স্বজনের বরাতে পুলিশ কর্মকর্তা শাহদাত হোসেন সিরাজী বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে আহত জেলে হোসেন আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত দেড়টার দিকে তিনি সেখানে মারা গেছেন।

“স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার বিকালে চট্টগ্রা মেডিকেলের মর্গে হোসেন আলীর মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। (মঙ্গলবার) রাতেই তাকে টেকনাফ নিয়ে আসার কথা।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত