Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
Beta
সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

বিলাইছড়িতে ভোটের রাতে গুলিবিদ্ধ ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আতোমং মারমা
আতোমং মারমা
[publishpress_authors_box]

সন্ত্রাসীদের গুলিতে আহত রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪ নম্বর বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।

তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গত ২১ মে বিলাইছড়ি উপজেলায় ভোট হয়। ভোটের দিন রাতে ইউপি চেয়ারম্যান আতোমং মারমা তার নিজ গ্রাম বড়থলিতে এক প্রতিবেশীর বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই হামলা চালিয়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পরে গুলিবিদ্ধ আতোমং মারমাকে উদ্ধার করে বান্দরবানের রুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেলে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে গুলি অপসারণ করেন চিকিৎসকরা। এরপর থেকে লাইফ সাপোর্টে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে ছিলেন ইউপি চেয়ারম্যান আতোমং মারমা। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১র দিকে তিনি মারা যান।

এর আগে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণের একদিন পর ২০ মার্চ বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত