Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

বাড়বে শীত, তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত কমার আভাস

ঘন কুয়াশার কারণে দিনের বেলায় শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি : সকাল সন্ধ্যা
ঘন কুয়াশার কারণে দিনের বেলায় শীতের অনুভূতি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমের স্বাভাবিক লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে জানিয়ে দেশে শীত বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এমন আভাস দিয়ে অধিদপ্তর বলেছে, এই সময়ে সারাদেশে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

বুধবার মধ্যরাত থেকে পরদিন সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কুয়াশা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় শীতের অনুভূতি বাড়তে পারে।

এ ছাড়া ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আগামী সপ্তাহ থেকে দেশে আবার তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে।

বুধবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত