Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
Beta
বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

মেসিকে নিয়ে মৌসুমের প্রথম হার মায়ামির

মেসি-২১
[publishpress_authors_box]

লিওনেল মেসি মাঠে নামলে হারে না ইন্টার মায়ামি- চলতি মৌসুমে এই ধারাতেই চলছিল মায়ামির লিগ। এবার সেখানে ছেদ পড়ল। মেসিকে নিয়ে চলতি মৌসুমে প্রথম হারের মুখ দেখল দলটি। আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করেও জেতাতে পারেননি মায়ামিকে। ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছে আটলান্টা ইউনাইটেডের কাছে।

এই হারে মেজর লিগ সকারে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পথচলা শেষ হলো মায়ামির। অন্যদিকে প্রায় দুই মাস পর জয়ের দেখা পেল আটলান্টা। দুই অর্ধে একবার করে গোল করেছেন সাবা লোবিয়ানিজে আর ৭৫ মিনিটে জাল খুঁজে নিয়ে সফরকারীদের জয় নিশ্চিত করেন জামাল থিয়ারি। ফলে ৬২ মিনিটে মেসির দেওয়া গোলটি কাজে আসেনি। চলতি লিগে এটি তার ১১তম গোল।

হারলেও ৩৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির চেয়ে ১ পয়েন্টে এগিয়ে জেরার্দো মার্তিনোর দল।

গত ৩১ মার্চ সর্বশেষ জয়ের দেখা পেয়েছিল আটলান্টা। শিকাগোকে ৩-০ গোলে হারানোর পর গত ৯ ম্যাচে আর জয় পাননি। ৫ ড্রয়ের সঙ্গে হেরেছিল ৪টিতে। সেই দলটিই মেজর লিগ সকারের শীর্ষ দলকে তাদেরই মাটিতে হারিয়ে দিয়েছে।

মেসি এই ম্যাচে গোল পেলেও প্রশ্ন উঠেছে তার খেলার ধরন নিয়ে। আর্জেন্টাইন অধিনায়ক কোপা আমেরিকায় ফিট থাকতে মায়ামির ম্যাচে নাকি গা বাঁচিয়ে খেলছেন। মায়ামি কোচ মার্তিনোকে এই প্রশ্নের উত্তরও দিতে হয়েছে। তিনি বলেছেন, “না, কোপা আমেরিকার জন্য মেসি নিজেকে বাঁচিয়ে খেলছে কিনা এটা আমি অনুমান করব না। কারণ প্রশ্নটার কোনও বৈধতা নেই।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত