Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
Beta
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফিরল মোবাইল ইন্টারনেটও

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার সোমবার দুপুর পৌনে ২টার দিকে চালু হয়েছে ইন্টারনেটের ব্রডব্যান্ড সেবা। সোমবার বেলা সোয়া ১১টার দিকে এই সেবা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় মোবাইল ইন্টারনেট সেবাও।

সোমবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ইন্টারনেটের ব্রডব্যান্ড সেবা চালু হয়। দুপুর ২টার পর চালু হয় মোবাইল ইন্টারনেট সেবাও।

এদিকে তিন সপ্তাহজুড়ে চলা সংঘাত-সহিংসতায় কয়েকশ মানুষ নিহত হওয়ার পর অচলাবস্থা চলার মধ্যে জনগণের উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান ভাষণ নিয়ে আসছেন।

সোমবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে একথা জানানো হয়। বাংলাদেশ টেলিভিশন প্রথমে জানিয়েছিল, দুপুর ২টায় এই ভাষণ দেওয়া হবে। পরে জানায়, ভাষণ দেওয়া হবে ৩টায়।

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি সহিংসতার পরদিনই ভাষণ নিয়ে আসছেন সেনাপ্রধান।

সরকারের পদত্যাগ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন গতকাল রবিবার দেশজুড়ে হামলা, সংঘর্ষ ও গুলিতে শতাধিক মানুষ নিহত হয়।

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ১০ দিন বন্ধ থাকার পর গত ২৮ জুলাই চালু হয়েছিল মোবাইল ইন্টারনেট সেবা। এর এক সপ্তাহের মাথায় রবিবার দুপুর ১টার দিকে এই সেবা বন্ধ করে দেওয়া হয়।

একই সঙ্গে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) প্রতিষ্ঠানগুলোকে মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধেরও নির্দেশ দেওয়া হয়।

ফোর-জি সেবা বন্ধ থাকাকালে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা যায় না। এসময় কেবল টু-জির মাধ্যমে বার্তা আদান-প্রদান করা যায়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে সংঘর্ষের জেরে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। পাঁচদিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে।

১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়। কিন্তু বন্ধ ছিল ফেইসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডাটায় তা বন্ধ ছিল।

৩১ জুলাই দুপুর ২টার পর থেকে বাংলাদেশে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু করা হয়।

গত শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়। সেদিন সাড়ে পাঁচ ঘণ্টার পর তা আবার চালু করা হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত