Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী

দীপু মনি।
দীপু মনি।
[publishpress_authors_box]

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলের তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তারা হলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি এবং সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে একটি মামলা করা হয়।

আর দীপু মনি ও পলকের বিরুদ্ধে মামলাটি করা হয় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর তোপখানা রোডে রিয়াজুল তালুকদার নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগে।

হাসানুল হক ইনু।

মেনন ও ইনুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক ফোয়াদ আহমেদ।

আর দীপু মনি ও পলককে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. একরামুল হক।

আসামিপক্ষের আইনজীবীরা তাদের জামিন চেয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

রাশেদ খান মেনন।

মেনন ও ইনুর মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ৯ টা ৫০ মিনিটের দিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এসময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের ওপর হামলা হয়।

হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীসহ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীও গুরুতর আহত হন। এ ঘটনায় ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন বাবুল সরদার চাখারী। মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ৬৫ জনকে আসামি করা হয়।

দীপু মনির মামলায় বলা হয়, গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় এ মামলা করেন রিয়াজুলের পূর্বপরিচিত বিল্লাল হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত