২০২৫ সালের আইপিএলের আগে দল গোছানোর প্রস্তুতিতে ফ্র্যাঞ্চাইজিগুলো। আপাতত রিটেইন বা ধরে রাখা খেলোয়াড়দের তালিকা তৈরিতে ব্যস্ত তারা। আগামী ৩১ অক্টোবর বিকালের মধ্যে ধরে রাখা খেলোয়াড়দের তালিকা জমা দিতে হবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছে।
সর্বোচ্চ পাঁচজন, আর রাইট টু ম্যাচ (আরটিএম) নিয়ম প্রয়োগ করলে ছয়জন খেলোয়াড় ধরে রাখতে পারবে দলগুলো। দল গোছাতে বাকি খেলোয়াড় কিনতে হবে নিলাম থেকে। বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এবার হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম। এখানেও নতুনত্ব রাখছে বিসিসিআই। দেশে নয়, বিদেশে আইপিএলের নিলাম করতে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিধর ক্রিকেট বোর্ড।
এখানেও চমক। ক্রিকেটের আলো যে দেশে সেভাবে পড়েনি, সেই সৌদি আরবে হতে যাচ্ছে ২০২৫ আইপিএলের নিলাম। এমন খবরই ছেপেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। আইপিএলের নিলামসংশ্লিষ্ট কাজে যুক্ত একটি সূত্র তাদের জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী রিয়াদে হতে যাচ্ছে আইপিএলের মেগা নিলাম।
আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসবে বলে ওই সূত্র নিশ্চিত করেছে হিন্দুস্তান টাইমসকে, “হ্যাঁ, আমরা রিয়াদে মেগা নিলাম আয়োজনের কাজ করছি। দুই দিনব্যাপী হবে নিলাম। সঠিকভাবে যাচাই-বাছাইয়ের জন্য বোর্ডের একটি দল রিয়াদ যাবে। আমরা এখন হোটেল ও অন্যান্য বিষয়গুলো দেখছি। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
বিসিসিআই থেকে নিলামের ভেন্যু নিয়ে এখনও কিছু জানানো হয়নি। হিন্দুস্তান টাইমস জানতে পেরেছে, খেলোয়াড় ধরে রাখার তালিকা পাওয়ার পরই মেগা নিলামের ভেন্যুর ঘোষণা আসবে। রিয়াদে নিলাম হওয়ার সম্ভাবনা ২৪ ও ২৫ নভেম্বর।
তবে শুধু সৌদি আরব ধরেই যে এগোচ্ছে বিসিসিআই তা নয়। বিকল্প ভেন্যুও আছে আলোচনায়। ওই সূত্রটি জানিয়েছে, আবুধাবিও আছে বিসিসিআইয়ের ভাবনায়। তবে এক নম্বর পছন্দ হিসেবে সৌদি আরবকেই রেখেছে তারা।