সাধারণত চার বছর পর অনুষ্ঠিত হয় আইপিএল নিলাম। এবার হচ্ছে দুই বছর পরই। তাও সেটা ভারতের কোনো শহর নয়, সৌদি আরবের জেদ্দায়। আইপিএলে সৌদির বড় অঙ্কের বিনিয়োগ করার আগ্রহ থেকে ২৪ ও ২৫ নভেম্বর হতে যাওয়া এবারের নিলাম অনুষ্ঠিত হবে জেদ্দায়।
ভারতীয়-বিদেশিসহ ১৫৭৪ ক্রিকেটার নিলামে নিবন্ধন করেছেন নিজেদের নাম। সবমিলিয়ে ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার নাম লিখিয়েছেন নিলামে। বিদেশি ক্রিকেটার আছেন ৪০৯ জন। বাংলাদেশের রয়েছেন ১৩জন।
তারা কারা, এখনও প্রকাশ করা হয়নি। তবে একটি সূত্র থেকে জানা গেছে নাম নিবন্ধন করেছেন মোস্তাফিজুর রহমান. তাসকিন আহমেদ, লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়, শহীদুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।
মোস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য সর্বোচ্চ ২ কোটি রুপি। সাকিব, মিরাজ ও তাসকিকের ভিত্তিমূল্য ১ কোটি রুপি। বাকিদের ৭৫ লাখ রুপি। ১৩ জনের মধ্যে ১২ জনই খেলছেন বর্তমান জাতীয় দলের বিভিন্ন ফরম্যাটে। শুধু ৩০ বছর ছুঁই ছুঁই শহীদুল একটা মাত্র টি-টোয়েন্টি খেলেছেন ২০২১ সালে।
প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৫ জন করে ক্রিকেটার কিনতে পারবে। তাই ২৫০ জন ক্রিকেটার দল পাবেন। ৪৬ জন ক্রিকেটারকে এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেন করেছে। এর অর্থ নিলাম থেকে সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। এজন্যই ১৫৭৪ জন ক্রিকেটারের সবাই নিলামে ওঠার সুযোগ পাবেন না। প্রাথমিক বাছাইয়ের পর ক্রিকেটারদের নিলামে তোলা হবে।
বিদেশি ক্রিকেটারদের মধ্যে সময়ের অন্যতম সেরা তারকাদের প্রায় সবাই নাম লিখিয়েছেন নিলামে। আইসিসির সহযোগী দেশগুলো থেকে নাম লিখিয়েছেন ৩০ জন। সবচেয়ে বেশি ৯১ জন ক্রিকেটার আছেন দক্ষিণ আফ্রিকার।
তাদের অন্যতম ইতালির পেসার তমাস দ্রাক্কা। ২৪ বছর বয়সি এই পেসার দেশের হয়ে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন আট উইকেট।
ইংল্যান্ডের বেন স্টোকস সরে দাঁড়ালেও প্রথমবার আইপিএলে নাম নিবন্ধন করেছেন ৪২ বছর বয়সী জেমস অ্যান্ডারসন। কিছুদিন আগেও ইংল্যান্ড টেস্ট দলের মেন্টর থাকা অ্যান্ডরসন কি দল পাবেন?
আইপিএল নিলামে কোন দেশের কত বিদেশি খেলোয়াড়
দেশ | খেলোয়াড় |
দক্ষিণ আফ্রিকা | ৯১ |
অস্ট্রেলিয়া | ৭৬ |
ইংল্যান্ড | ৫২ |
নিউজিল্যান্ড | ৩৯ |
ওয়েস্ট ইন্ডিজ | ৩৩ |
আফগানিস্তান | ২৯ |
শ্রীলঙ্কা | ২৯ |
বাংলাদেশ | ১৩ |
নেদারল্যান্ডস | ১২ |
যুক্তরাষ্ট্র | ১০ |
আয়ারল্যান্ড | ৯ |
জিম্বাবুয়ে | ৮ |
কানাডা | ৪ |
স্কটল্যান্ড | ২ |
আরব আমিরাত | ১ |
ইতালি | ১ |