আইপিএলে মেগা নিলাম হবে এবার। সেই নিলামের আগে প্রতিটি দলের জন্য সর্বশেষ আসরের ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল। সুযোগটা কাজে লাগিয়েছে কেবল কলকাতা ও রাজস্থান।
চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনিসহ ধরে রেখেছে ৫ জনকে। তবে ছেড়ে দিয়েছে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে। ‘রাইট-টু-ম্যাচ’ নিয়মে অবশ্য নিজেদের খেলোয়াড়দের একজনকে নিলাম থেকে কিনতে পারবে তারা।
ধরা যাক নিলামে মোস্তাফিজকে ৩ কোটি রুপিতে কিনল মুম্বাই। চেন্নাই চাইলে ‘রাইট টু-ম্যাচ’এ ৩ কোটি রুপিতেই কিনতে পারবে মোস্তাফিজকে। চেন্নাই ধরে রেখেছে রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনিকে।
নেতৃত্ব হারোনোয় রোহিত শর্মার মুম্বাই ছাড়া নিয়ে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত পুরোনো দলেই থাকলেন তিনি। মুম্বাই তাকে রেখে দিয়েছে ১৬.৩০ কোটি রুপিতে। মুম্বাইয়ে সবচেয়ে বেশি ১৮ কোটি রুপি পাবেন জাসপ্রিত বুমরা।
এবারের রিটেনশনে সবেচেয়ে দামি খেলোয়াড় হায়দরাবাদের হাইনরিখ ক্লাসেন। তিনি পাচ্ছেন ২৩ কোটি রুপি। দাম বেড়েছে বিরাট কোহলিরও। বেঙ্গালুরু তাকে ধরে রেখেছে ২১ কোটি রুপিতে। তবে চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনি পাচ্ছেন কেবল ৪ কোটি রুপি! জাদেজা ও রুতুরাজ পাচ্ছেন সমান ১৮ কোটি রুপি।
বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা ছেড়ে দিয়েছে অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে। ২৪.৭৫ কোটি রুপিতে কেনা মিচেল স্টার্ককেও ছেড়ে দিয়েছে তারা। কলকাতায় রিংকু সিং থাকছেন ১৩ কোটি রুপিতে। সুনীল নারিন ও আন্দ্রে রাসেল পাচ্ছেন সমান ১২ কোটি রুপি।
ধরে রাখা খেলোয়াড়
মুম্বাই ইন্ডিয়ানস : যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক বর্মা।
সানরাইজার্স হায়দরাবাদ : হাইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, নিতীশ কুমার রেড্ডি।
চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি, রজত পতিদার, যশ দয়াল।
দিল্লি ক্যাপিটালস : অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোরেল।
কলকাতা নাইট রাইডার্স : রিংকু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, হারশিত রানা, রমনদীপ সিং।
রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন, যশস্বী জয়সোয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দ্বীপ শর্মা।
গুজরাট টাইটানস : রশিদ খান, শুবমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, শাহরুখ খান।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস : নিকোলাস পুরান, রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব, মহসিন খান, আয়ুশ বাদোনি।
পাঞ্জাব কিংস : শশাঙ্ক সিং, প্রভসিমরান সিং।