আইপিএল সবসময়ই চোখ ধাঁধিয়ে দেয়। আজ (শনিবার) থেকে শুরু হতে যাওয়া এবারের আসরে প্রযুক্তির ব্যবহারে সেটা হবে আরও বেশি। সঙ্গে যোগ হচ্ছে নতুন কয়েকটা নিয়মও। ১০ দলের এই টুর্নামেন্টে ইডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বিরাট কোহলিদের ম্যাচ দেখতে টিকিট নিয়ে চলছে হাহাকার।
১৩ মাঠে ১৩টা উদ্বোধনী অনুষ্ঠান
জানা যাক নতুন কী থাকছে এবার। অষ্টাদশ আইপিএলের ১৩ মাঠে এবার থাকছে ১৩টা উদ্বোধনী অনুষ্ঠান। প্রত্যেক মাঠে তাদের প্রথম ম্যাচে। ১০ দলের ১০টি মাঠে খেলা তো হবেই, পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলা হবে ধর্মশালা, গোয়াহাটি আর বিশাখাপত্তমে।
মাঠে থাকবে ‘রোবট ডগ’! টিভিতে দর্শকরা ফিল্ড প্লেসিং ‘লাইভ’ দেখতে পারবেন বেশির ভাগ সময়! দেখা যাবে ক্রিকেটারদের ‘থ্রি ডি’ ছবি। কেউ ব্যাট করতে নামলে, তার সঙ্গে সঙ্গে হাঁটবে সংশ্লিষ্ট সেই খেলোয়াড়ের অনন্য সব কীর্তি! ক্রিকেটীয় ও প্রযুক্তিগত, দুই দিক দিয়েই তাই ভুবনমোহিনী হতে চলেছে ১৮তম আইপিএল।
সবচেয়ে আকর্ষণীয় হয়তো ‘রোবট ডগ’ যা মাথার উপর রিমোট কন্ট্রোল পরিচালিত লাইভ ক্যামেরা সিস্টেম বসানো থাকবে। শুধু মাঠে ঘুরে-ঘুরে ছবি তোলা নয়, সেই রোবট ডগ ওয়ার্ম আপ, ইনিংস বিরতি, ডাগআউটে ক্রিকেটারদের ইন্টারভিউয়ের সময় দেখাও করবে।
নতুন নিয়ম
এবার যোগ হচ্ছে নতুন কয়েকটা নিয়মও। আইপিএলে বলে থুতু ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন বোলাররা। করোনা মহামারির সময় সাময়িকভাবে, আর এরপর এটা বন্ধই করে দেওয়া হয়েছিল। ভারতীয় পেসার মোহাম্মদ শামি চ্যাম্পিয়নস ট্রফির সময় দাবি তুলেছিলেন বলে থুতু ব্যবহারের। আইপিএলে মানা হচ্ছে সেটা।
শিশিরের প্রভাব কমাতে দ্বিতীয় ইনিংসের ১১ ওভার শেষে দ্বিতীয় নতুন বল ব্যবহার হবে আইপিএলে। ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের পর আম্পায়াররা বল পরীক্ষা করবেন। যদি খুব বেশি শিশির থাকে, তাহলেই বোলিং করা দল নতুন বল ব্যবহারের অনুমতি পাবে। মুম্বাইয়ের ক্রিকেট সেন্টারে অধিনায়ক ও ম্যানেজারদের বৈঠকের সময় নতুন এই নিয়মের কথা জানিয়েছে বিসিসিআই।
১০ অধিনায়ক
১০ দলের মধ্যে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ধরে রেখেছে আগের অধিনায়কদের। পরিবর্তনও হয়েছে কয়েকটির নেতৃত্বে। এবার চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, দিল্লির অক্ষর প্যাটেল, কলকাতার আজিঙ্কা রাহানে, লখনৌর ঋশব পন্ত, মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, পাঞ্জাবের শ্রেয়াস আইয়ার, রাজস্থানের সঞ্জু স্যামসন, বেঙ্গালুরুর রজত পাতিদার, গুজরাটের শুবমান গিল, আর হায়দরাবাদের প্যাট কামিন্স।
প্রাইজমানি
এবারের আইপিএলে চ্যাম্পিয়ন দল পাবে ২.৩২ মিলিয়ন ডলার। এর চেয়ে বেশি দামে অবশ্য ঋশব পন্তকে নিলামে কিনেছে লখনৌ। তার দাম ৩.২ মিলিয়ন ডলার! এছাড়া এবার রানার্সআপ দলের জন্য থাকছে ১.৫ মিলিয়ন ডলার। তৃতীয় হওয়া দল ৮ লাখ ১০ হাজার ৮০০ ডলার আর চতুর্থ হওয়া দল পাবে ৭ লাখ ৫২ হাজার ডলারের মতো।