আইপিএলের মেগা নিলামের প্রথম দিন ডাক পড়েনি ১২ বাংলাদেশির কারও। আজ (সোমবার) ভাগ্য পরীক্ষার অপেক্ষায় মোস্তাফিজুর রহমান, সাকিব আল হাসানরা।
বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্য মোস্তাফিজের। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি রুপি ভিত্তিমূল্য সাকিব আল হাসানের। অন্যদের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি।
আইপিএল মেগা নিলামে প্রথম দিন ১০ দল খরচ করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। দল পেয়েছেন ৭২ ক্রিকেটার।
চেন্নাই প্রথম দিনের নিলামে দলে ফিরিয়ে এনেছে ডেভন কনওয়ে আর রাচিন রবীন্দ্রকে। এখনও বিদেশি কোনো পেসার কিনেনি তারা। চেন্নাই কি তাহলে মোস্তাফিজের অপেক্ষায়, জানা যাবে সোমবার বিকেল ৪টা থেকে শুরু হতে যাওয়া নিলামে।
ক্রমিক নম্বর অনুযায়ী প্রথম ১১৭ জনের সবাইকে ডাকার পর শুরু হবে দ্রুততর নিলামপ্রক্রিয়া। বাংলাদেশিদের মধ্যে মোস্তাফিজুর রহমানের নম্বর সবার ওপরে ১৮১। এরপর ১৮৭ নম্বরে আছেন রিশাদ হোসেন। দলগুলোর হাতে টাকা থাকলে আর ২৫ জন খেলোয়াড়ের কোটা পূরণ না হলেই কেবল ডাক পাবেন বাংলাদেশিরা।
আইপিএল নিলামে বাংলাদেশিদের ক্রমিক নম্বর
ক্রমিক নম্বর | খেলোয়াড় | ভিত্তিমূল্য (রুপি) |
১৮১ | মোস্তাফিজুর রহমান | ২ কোটি |
১৮৭ | রিশাদ হোসেন | ৭৫ লাখ |
২৪৭ | লিটন দাস | ৭৫ লাখ |
২৯৮ | তাওহিদ হৃদয় | ৭৫ লাখ |
৪০৯ | তাসকিন আহমেদ | ১ কোটি |
৪৩৯ | সাকিব আল হাসান | ১ কোটি |
৪৪০ | মেহেদী হাসান মিরাজ | ১ কোটি |
৪৪৪ | শরিফুল ইসলাম | ৭৫ লাখ |
৪৪৭ | তানজিম হাসান | ৭৫ লাখ |
৪৭৫ | মেহেদী হাসান | ৭৫ লাখ |
৪৮২ | হাসান মাহমুদ | ৭৫ লাখ |
৪৮৫ | নাহিদ রানা | ৭৫ লাখ |
প্রথম দিন রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে কিনেছে লখনউ সুপার জায়ান্টস। ২৬ কোটি ৭৫ লাখ রুপির দ্বিতীয় দামি ক্রিকেটার শ্রেয়াস আইয়ার যোগ দিয়েছেন পাঞ্জাবে। আর ভেঙ্কটেশ আইয়ারকে ২৩ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা।
পেসারদের দাম ছিল চড়া। অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউডকে বেঙ্গালুরু কিনেছে ১২ কোটি ৫০ লাখ রুপিতে।
ভারতের পেসার প্রসিধ কৃষ্ণাকে ৯ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে গুজরাট। লখনউ আবেশ খানকে কিনেছে ৯ কোটি ৭৫ লাখ আনরিখ নর্কিয়ার জন্য কলকাতার খরচ ৬ কোটি ৫০ লাখ রুপি।
প্রথম দিন দল পাননি ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো। সোমবার তারা দল পান কিনা সেটাই দেখার।
বিক্রি হওয়া ক্রিকেটাররা কে কোন দলে
গুজরাট টাইটান্স
জস বাটলার (১৫ কোটি ৭৫ লাখ)
মোহম্মদ সিরাজ (১২ কোটি ২৫ লাখ)
কাগিসো রাবাদা (১০ কোটি ৭৫ লাখ)
প্রসিধ কৃষ্ণা (৯ কোটি ৫০ লাখ)
মহীপাল লোমরোর (১ কোটি ৭০ লাখ)
কুমার কুশাগ্র (৬৫ লাখ)
মানব সুতার (৩০ লাখ)
অনুজ রাওয়াত (৩০ লাখ)
নিশান্ত সিন্ধু (৩০ লাখ)
পঞ্জাব কিংস
শ্রেয়াস আইয়ার (২৬ কোটি ৭৫ লাখ)
যুজবেন্দ্র চাহাল (১৮ কোটি)
আর্শদিপ সিং (১৮ কোটি)
মার্কাস স্টোইনিস (১১ কোটি )
নেহাল ওয়াদেরা (৪ কোটি ২০ লাখ)
গ্লেন ম্যাক্সওয়েল (৪ কোটি ২০ লাখ)
বিশাখ বিজয় কুমার (১ কোটি ৮০ লাখ)
যশ ঠাকুর (১ কোটি ৬০ লাখ)
হরপ্রীত ব্রার (১ কোটি ৫০ লাখ)
বিষ্ণু বিনোদ (৯৫ লাখ)
কলকাতা নাইট রাইডার্স
ভেঙ্কটেশ আইয়ার (২৩ কোটি ৭৫ লাখ)
আনরিখ নর্কিয়া (৬ কোটি ৫০ লাখ)
কুইন্টন ডি’কক (৩ কোটি ৬০ লাখ))
অংক্রিশ রঘুবংশী (৩ কোটি )
রহমানুল্লা গুরবাজ় (২ কোটি )
বৈভব আরোরা (১ কোটি ৮০ লাখ)
মায়াঙ্ক মারকান্ডে (৩০ লাখ)
চেন্নাই সুপার কিংস
নুর আহমেদ (১০ কোটি)
রবিচন্দ্রন অশ্বিন (৯ কোটি ৭৫ লাখ)
ডেভন কনওয়ে (৬ কোটি ২৫ লাখ)
খলিল আহমেদ (৪ কোটি ৮০ লাখ)
রাচিন রবীন্দ্র (৪ কোটি)
রাহুল ত্রিপাঠি (৩ কোটি ৪০ লাখ)
বিজয় শঙ্কর (১ কোটি ২০ লাখ)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
জশ হ্যাজেলউড (১২ কোটি ৫০ লাখ)
ফিল সল্ট (১১ কোটি ৫০ লাখ)
জিতেশ শর্মা (১১ কোটি)
লিয়াম লিভিংস্টোন (৮ কোটি ৭৫ লাখ)
রাসিখ দার (৬ কোটি টাকা)
সুযশ শর্মা (২ কোটি ৬০ লাখ)
দিল্লি ক্যাপিটালস
লোকেশ রাহুল (১৪ কোটি)
মিচেল স্টার্ক (১১ কোটি ৭৫ লাখ)
টি নটরাজন (১০ কোটি ৭৫ লাখ)
জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (৯ কোটি)
হ্যারি ব্রুক (৬ কোটি ২৫ লাখ)
আশুতোষ শর্মা (৩ কোটি ৮০ লাখ)
মোহিত শর্মা (২ কোটি ২০ লাখ)
সমীর রিজ়ভি (৯৫ লাখ)
করুণ নায়ার (৫০ লাখ)
মুম্বাই ইন্ডিয়ান্স
ট্রেন্ট বোল্ট (১২ কোটি ৫০ লাখ)
নমন ধীর (৫ কোটি ২৫ লাখ)
রবিন মিনজ় (৬৫ লাখ)
কর্ণ শর্মা (৫০ লাখ)
লখনউ সুপার জায়ান্টস
ঋষভ পন্ত (২৭ কোটি)
আবেশ খান (৯ কোটি ৭৫ লাখ)
ডেভিড মিলার (৭ কোটি ৫০ লাখ)
আব্দুল সামাদ (৪ কোটি)
মিচেল মার্শ (৩ কোটি ৪০ লাখ)
এইডেন মাক্রারাম (২ কোটি)
আরিয়ান জুয়াল (৩০ লাখ)
সানরাইজার্স হায়দরাবাদ
ঈশান কিষান(১১ কোটি ২৫ লাখ)
মোহম্মদ শামি (১০ কোটি )
হার্শাল প্যাটেল (৮ কোটি)
অভিনব মনোহর (৩ কোটি ২০ লাখ)
রাহুল চাহার (৩ কোটি ২০ লক্ষ টাকা)
অ্যাডাম জাম্পা (২ কোটি ৪০ লাখ)
সিমরজিত সিংহ (১ কোটি ৫০ লাখ)
অথর্ব তাইড়ে (৩০ লাখ)
রাজস্থান রয়্যালস
জোফ্রা আর্চার (১২ কোটি ৫০ লাখ)
ওয়ানিন্দু হাসারাঙ্গা (৫ কোটি ২৫ লাখ)
মাহিস থিকসানা (৪ কোটি ৪০ লাখ)
আকাশ মাধোয়াল (১ কোটি ২০ লাখ)
কুমার কার্তিকেয় (৩০ লাখ)