একেই বলে গোদের উপর বিষফোঁড়া। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখনও ধোঁয়াশায় পাকিস্তান। এরই মধ্যে `দ্য টেলিগ্রাফ’ জানাল আগামী মৌসুম থেকে পিএসএলে খেলতে পারবে না ইংল্যান্ডের ক্রিকেটাররা!
নিরাপত্তার জন্য এমন সিদ্ধান্ত নয়। ইসিবির নতুন নীতি অনুযায়ী ইংল্যান্ডের ক্রিকেটাররা পিএসএলের পাশাপাশি শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ ও অন্যান্য কয়েকটি লিগে খেলতে পারবেন না। এর বদলে কাউন্টি, ভিটালিটি ব্লাস্ট ও দ্য হান্ড্রেডের মতো টুর্নামেন্ট খেলতে হবে ইংলিশদের। নিজেদের ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতেই এমন সিদ্ধান্ত তাদের।
তবে এভাবে বিদেশি লিগগুলোতে খেলতে না পারলে আয় কমবে ইংলিশ ক্রিকেটারদের। সেক্ষেত্রে ইসিবির চুক্তি থেকে বেড়িয়ে আসার ঝুঁকি রয়েছে অনেক ক্রিকেটারের। যেমন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টই চুক্তিতে নেই দেশটির বোর্ড-এর সঙ্গে।
আইপিএলে কোনো ইংলিশ ক্রিকেটারের খেলতে অবশ্য বাধা নেই। কারণ এপ্রিল-মে মাসে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট থাকে না। গত বছর ৭৪ জন ইংলিশ ক্রিকেটার খেলেছেন বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। তাতে ক্লান্ত হওয়ার পাশাপাশি ইনজুরিতে পড়েছেন অনেকে।
এ নিয়ে টেলিগ্রাফে ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেছেন , ‘‘এমন নীতি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে ক্রিকেটার ও কাউন্টির পেশাদার দলগুলির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি আরও স্পষ্ট করবে। যেসব ক্রিকেটার উন্নতি করতে ও অভিজ্ঞতা অর্জন করতে চায়, তাদের প্রতি আমরা সমর্থন জানাতে পারব। পাশাপাশি ক্রিকেটবিশ্বের সঙ্গেও তাল মিলিয়ে চলতে পারব।’’
গতবারের পিএসএল হয়েছে ফেব্রুয়ারি-মার্চ মাসে। আর ২০২৪ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপ এপ্রিলে শুরু হয়ে শেষ হয়েছে সেপ্টেম্বরে। ভিটালিটি ব্লাস্ট মে মাসে শুরু হয়ে শেষ হয়েছে সেপ্টেম্বরে। দ্য হান্ড্রেড জুলাইয়ে শুরু হয়ে শেষ হয়েছে আগস্টে।
সেক্ষেত্রে পিএসএলের সঙ্গে সূচি নিয়ে ঝামেলা হওয়ার কথা নয়। তারপরও পিএসএলসহ বিদেশি লিগগুলোতে ইংলিশদের খেলতে না দেওয়ার ‘দ্য টেলিগ্রাফের’ রিপোর্টটি বিস্ময়করই।