গতবারই কলকাতাকে আইপিএল জিতিয়েছেন শ্রেয়াস আইয়ার। অথচ কলকাতা ধরে রাখার চেষ্টাই করেনি তাকে। সেই শ্রেয়াসের হাত ধরে ১১ বছর পর আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংস। আজ (মঙ্গলবার) আহমেদাবাদে পাঞ্জাবের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৮ বছর ধরে বেঙ্গালুরুতে খেললেও বিরাট কোহলি কখনও আইপিএল জিতেননি। তেমনি শিরোপা জেতেনি পাঞ্জাবও। আজকের ফাইনালটা যারাই জিতবে, প্রথমবার ট্রফি জেতার উৎসবে ভাসবে তারা।
এমন জমজমাট ফাইনালে রয়েছে বৃষ্টির শঙ্কাও। অ্যাকুওয়েদার অনুযায়ী, টসের সময় বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ, যা পরের দিকে কমে ২ শতাংশ হবে। তবে বিকেল ৫টায় বৃষ্টির শঙ্কা ৫৭ শতাংশ ও সন্ধ্যা ৬টায় ৫১ শতাংশ। টস হবে ৭টা ৩০ মিনিটে।
ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহ স্থগিত ছিল। আইপিএলের শুরুতে যে সূচি তৈরি করা হয়েছিল, তাতে ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু কলকাতায় জুনের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা থাকায় ফাইনাল সরে যায় আহমেদাবাদে। অথচ সেখানেও এখন বৃষ্টির শঙ্কা।
বৃষ্টির জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে। পাশাপাশি রয়েছে রিজ়ার্ভ ডে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার অহমদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। সেটা অবশ্য আশার কথা। শেষ পর্যন্ত বৃষ্টিতে খেলা ভেসে গেলে চ্যাম্পিয়ন হবে পাঞ্জাব। কারণ গ্রুপে তারা এগিয়ে ছিল কোহলিদের চেয়ে। ১৪ ম্যাচে দুই দল সমান ১৯ পয়েন্ট করে পেলেও শীর্ষে থাকা পাঞ্জাবের (০.৩৭২) সঙ্গে রান রেটে পিছিয়ে দুইয়ে বেঙ্গালুরু (০.৩০১)।
ফাইনালটা কোহলির জন্য ট্রফি খরা দূর করার বড় মঞ্চ। এটা আইপিএলের ১৮তম আসর আর তিনিও খেলেন ১৮ নম্বর জার্সিতে। শিরোপা জিতলে আবেগিই হবে ব্যাপারটা।
শ্রেয়াস আইয়ারের আবার শিরোপা ভাগ্য ভালো। গ্র্যাজুয়েশন করার সময় মুম্বাইয়ের রামনিরঞ্জন আনন্দীলাল পোদ্দার কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সের অধিনায়ক ছিলেন শ্রেয়াস। দুই বছরে ছয়টি ট্রফি জিতেছিলেন তিনি। আইপিএলেও অধিনায়ক হিসেবে দিল্লি, কলকাতার পর পঞ্জাবকেও ফাইনালে তুললেন। এমন কীীর্ত নেই আর কারও।
ফাইনালের লড়াইটা শুধু ক্রিকেটারদের নয়, দুই বিতারিত কোচেরও। সাফল্য এনে দিতে না পারায় দিল্লি ক্যাপিটালস রাখেনি রিকি পন্টিংকে। লখনউ সুপার জায়ান্টস রাখেনি অ্যান্ডি ফ্লাওয়ারকে। এটাই নির্মম পেশাদার ক্রিকেট। এরপর ফ্লাওয়ারকে দায়িত্ব দেন বেঙ্গালুরু কর্তৃপক্ষ। পন্টিংকে পঞ্জাব। দুজনের কোচিংয়ে দীর্ঘদিন পর ফাইনালে দুই দল। আজকের ফাইনালটা হেলায় হারতে চাইবেন না তারাও।