Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

 ১৬ ওভারেই ২০০ তাড়া করে জিতল বেঙ্গালুরু

সেঞ্চুরির পর জ্যাকসকে অভিনন্দন জানাচ্ছেন কোহলি। ছবি : এক্স
সেঞ্চুরির পর জ্যাকসকে অভিনন্দন জানাচ্ছেন কোহলি। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

রান উৎসবের আইপিএলে ২০০ আর পাহাড় নয় প্রতিপক্ষের জন্য। রবিবার গুজরাট টাইটানস ৩ উইকেটে ২০০ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। সেই চ্যালেঞ্জ উইল জ্যাকসের সেঞ্চুরিতে ১৬ ওভারেই পেরিয়ে গেছে বেঙ্গালুরু!

৯ উইকেটের জয়ে জ্যাকস সেঞ্চুরি করেছেন ৪১ বলে! ৫ বাউন্ডারি ১০ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত ছিলেন জ্যাকস। প্রথম ১৭ বলে ইংল্যান্ডের এই ব্যাটারের রান ছিল ১৭। একটা পর্যায়ে ২৪ বলে করেছিলেন ৩১। সেই তিনি শেষ ৮৩ রান করেন শেষ ২৪ বলে!

জ্যাকসের ঝড় দেখে অপর প্রান্তে বিরাট কোহলি ভাসছিলেন উচ্ছ্বাসে। ৪৪ বলে কোহলি অপরাজিত ছিলেন ৭০ রানে। ঝড়টা বেশি গেছে মোহিত শর্মার ওপর দিয়ে। ২ ওভারে তার খরচ ৪১ রান।

এর আগে সাই সুদর্শনের ৮৪ আর শাহরুখ খানের ৫৮তে ৩ উইকেটে ২০০ করেছিল গুজরাট টাইটানস। কিন্তু জ্যাকস-কোহলির দাপটে সেই স্কোর নিয়েও হারতে হল ২৪ বল বাকি থাকতে!

এই জয়েও অবশ্য ১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তলানিতেই থাকল বেঙ্গালুরু। ৮ পয়েন্ট নিয়ে গুজরাট আছে ৭ নম্বরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত