Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

হৃদয় ভাঙা বিদায় ধোনির

d1-1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

তাহলে আইপিএল ক্যারিয়ার শেষ হয়ে গেল মহেন্দ্র সিং ধোনির! ম্যাচ শুরুর পর থেকেই একটা ব্যানারে চোখ আটকাচ্ছিল বারবার। চিন্নাস্বামী স্টেডিয়ামের এক কোণে থাকা সেই ব্যানারে লেখা, ‘‘দয়া করে অবসর ঘোষণা করো না ধোনি’’।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৭ রানে হারের পর অবসর ঘোষণা করেননি ৪২ বছরের ধোনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোড় আলোচনা চলছে, হয়তো আইপিএলে শেষ ম্যাচটা খেলেই ফেললেন ধোনি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ বেঙ্গালুরু করেছিল ৫ উইকেটে ২১৮। অধিনায়ক ফাফ ডু প্লেসি করেন ৫৪ রান। এ ছাড়া কোহলি ২৯ বলে ৪৭, রজত পতিদার ২৩ বলে ৪১ এবং ক্যামেরন গ্রিন ১৭ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন।

চেন্নাইকে শেষ চারে ওঠার জন্য করতে হত ২০১ রান। আর বেঙ্গালুরুর দরকার ছিল কমপক্ষে ১৮ রানের জয়। প্লে-অফের জন্য শেষ ওভারে ধোনিদের লাগত ১৭ রান। নায়ক হওয়ার মঞ্চ প্রস্তুত ছিল ধোনির।

শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারেন ধোনি। শেষ ৫ বলে দরকার তখন ১১ রান। কিন্তু দ্বিতীয় বলে ইয়াস দায়াল ফেরান ধোনিকে। শেষ চার বলে আর মাত্র ১ রান দেন তিনি। চেন্নাই থামে ৭ উইকেটে ১৯১ রানে। রাচিন রবীন্দ্র ৬১, রবীন্দ্র জাদেজা ৪২* ও ধোনি করেন ২৫ রান। তাই প্রথম ৮ ম্যাচের ৭টিতে হারা বেঙ্গালুরু পায় প্লে-অফের টিকিট। শেষ ৬ ম্যাচ টানা জিতেছে তারা।

১৪ ম্যাচ শেষে চেন্নাই, বেঙ্গালুরু দুই দলের পয়েন্টই  সমান ১৪ করে। তবে ধোনিদের তুলনায় (০.৩৯২) কোহলিদের দলের রান রেট বেশি (০.৪৫৯) হওয়ায় প্লে-অফের টিকিট পায় তারা।

 ম্যাচ শেষে ফাফ ডু প্লেসি জানালেন, ‘‘বৃষ্টিতে এই পিচে মনে হচ্ছিল রাঁচি টেস্টের পঞ্চম দিন খেলছি। আমি ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। তবে পুরস্কারটা উৎসর্গ করলাম ইয়াস দায়ালকে।’’

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত