Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫

আইপিএলে খেলোয়াড়দের কোটি রুপির ম্যাচ ফি

ipl-3
[publishpress_authors_box]

আইপিএলে নাকি টাকা ওড়ে! কথাটা অস্বীকার করার সুযোগ নেই। টিভিস্বত্ব থেকে এই প্রতিযোগিতাটির আয় ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বেশি। আর খেলোয়াড়দের নিলামের দিকে তাকালে চোখ কপালে উঠবে। গতবারের নিলামেই যেমন মিচেল স্টার্ককে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামের এই অর্থ তো আছেই, সামনের আইপিএলে আরও বাড়তি অর্থ যোগ হচ্ছে খেলোয়াড়দের অ্যাকাউন্টে।

এতদিন নিলামে হাঁকানো অর্থই পেতেন আইপিএলের খেলোয়াড়রা। যাদের দলগুলো ধরে রাখতো, তাদের দাম নির্ধারণ করে নিতো নিজেদের মধ্যে আলোচনা করে। তবে ২০২৫ সালের আইপিএলে ফ্র্যাঞ্চাইজির বাইরে আইপিএল থেকেও অর্থ পাবেন ক্রিকেটাররা। শনিবার (২৮ সেপ্টেম্বর) এমন ঘোষণাই দিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ।

সামনের আইপিএল থেকে লিগ ম্যাচের প্রত্যেকটির জন্য প্রত্যেক খেলোয়াড় ম্যাচ ফি বাবদ পাবেন সাড় ৭ লাখ রুপি। লিগের সব ম্যাচ খেললে একজন খেলোয়াড় পাবেন কোটি রুপি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জয় শাহ নিশ্চিত করেছেন খবরটি, “আইপিএলে ধারাবাহিকতা ও চ্যাম্পিয়নের অসামান্য পারফরম্যান্স উদযাপনের একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, প্রত্যেক ম্যাচের জন্য আমাদের খেলোয়াড়রা ম্যাচ ফি হিসেবে পাবেন সাড়ে ৭ লাখ রুপি।”

একজন খেলোয়াড় লিগের সব ম্যাচ খেললে কত অর্থ পাবেন, বিসিসিআই সচিব সেটাও জানিয়েছেন পোস্টের পরের অংশে, “একজন ক্রিকেটার চুক্তি অনুযায়ী যে অর্থ পাবেন, মৌসুমের সব লিগ ম্যাচ খেললে ওই অর্থের সঙ্গে আরও ১ কোটি ৫ লাখ রুপি যোগ হবে তার অ্যাকাউন্টে।”

শুধু খেলোয়াড় নয়, ফ্র্যাঞ্চাইজিদেরও অ্যাকাউন্ট ফুলেফেঁপে উঠছে। জয় শাহর ঘোষণা, “প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি ম্যাচ ফি বাবদ এক মৌসুমে পাবে ১২ কোটি ৬০ লাখ রুপি। আইপিএল ও আমাদের খেলোয়াড়দের জন্য নতুন যুগের সূচনা।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত