Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মোস্তাফিজ-পাথিরানাকে একই সঙ্গে চান মুডি-ইরফানরা

rrrrrrrrrr
[publishpress_authors_box]

ডেথ ওভার বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি আছে মাথিশা পাথিরানার। গত আইপিএলে চেন্নাইয়ের শিরোপা জয়ের অন্যতম নায়ক এই পেসার। চেন্নাই এবার তার বিকল্প হিসেবে কিনেছিল মোস্তাফিজুর রহমানকে। পাথিরানা ইনজুরিতে পড়লে বা বিশ্রামে থাকলে যেন খেলানো যায় বাংলাদেশি এই পেসারকে।

মোস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচে সুযোগ পেয়ে নতুনভাবে মেলে ধরেছেন নিজেকে। দুই ম্যাচে তার উইকেট ৬টি। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে পাথিরানাও কাল (মঙ্গলবার) অসাধারণ বল করেছেন গুজরাটের বিপক্ষে।

তাহলে কি এই দুজন পেসারকে একসঙ্গে দেখা যাবে এখন থেকে? নাকি তাদের একজনকে নিয়েই নামবে চেন্নাই। বিদেশি হওয়ায় বেঞ্চে বসতে হচ্ছে লঙ্কান স্পিনার মহেশ থিকসানাকে। তিনিই বা ফিরবেন কবে?

মিচেল ম্যাকলেনাহান ক্রিকইনফোর ম্যাচ পর পরবর্তী আয়োজনে জানালেন, ‘‘থিকসানা হয়ত ফিরবে। এখন যে উইকেট দেখছি, তাতে মনে হচ্ছে না সে এখনই ফিরবে। মোস্তাফিজুর শেষ দিকে যে দুটি স্লোয়ার বল করেছে, দুর্দান্ত ছিল। উইকেটেও তেমন সহায়তা ছিল না। চোট কাটিয়ে ফেরা পাথিরানাও অনেক গতি দিয়ে বল করেছে।’’

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার মিচেল ম্যাকলেনাহান ঘুরিয়ে ফিরিয়ে মোস্তাফিজ-পাথিরানাকে একসঙ্গে খেলানোর কথাই বললেন। সেটাই সরাসরি জানালেন ভারতীয় সাবেক পেসার ইরফান পাঠান, ‘‘ যে কোনও ভাবে চেন্নাইয়ের এমন কম্বিনেশনে খেলা উচিত, যেন দুজনেই খেলতে পারে। দুজন না খেললে তাহলে ডেথ ওভারে একজন ভালো করবে, অন্য প্রান্ত থেকে একজনকে মিস করতে হবে। একজনকে খেলানো হলে শেষে তুষার দেশপান্ডেকে বল করাতে হবে, ওর ইকেনমি কিন্তু ১০ এর বেশি বা কাছাকাছি।’’

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ও সানরাইজার্স হায়দরাবাদের এক সময়ের কোচ টম মুডি জানালেন, ‘‘মনে হয় না দুই পেসারের কারও পরিবর্তে থিকসানা দলে ফিরবে। এটি নিশ্চিতভাবেই তাদের বোলিংকে সত্যিকারের হুমকিতে পরিণত করবে। থিকশানা ও মোস্তাফিজকে একাদশে রাখা গেলে, ড্যারিল মিচেল একটু চাপে পড়ে যাবে যদি থিকশানাকেও আনতে হয়।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত