Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ইসরায়েলি হামলা শূন্য করে দিয়েছিল তিন দেশের আকাশ

iran flights 261024
[publishpress_authors_box]

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির রাজধানী তেহরানের সামরিক স্থাপনায় ‘সুনির্দিষ্ট লক্ষ্যকেন্দ্রিক’ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

এই হামলার পর আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেয় ইরান, ইরাক ও সিরিয়া। এতে শূন্য হয়ে পড়ে তিন দেশের আকাশ।

গত ১ অক্টোবর ইসরায়েলে বিমান হামলা চালায় ইরান। তার প্রতিশোধ নিতে তেহরানে হামলা চালায় ইসরায়েল। একই সময়ে অন্যান্য শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, আকাশসীমা নিষিদ্ধ করার পর এই তিন দেশের ওপর দিয়ে কোনও উড়োজাহাজ চলাচল করেনি।

যদিও কয়েকঘণ্টা পেরোতেই ইরান আবার নিজেদের আকাশসীমায় ফ্লাইট চালু করার ঘোষণা দেয়। দেশটির বেসামরিক বিমান চলাচলের এক মুখপাত্র আবার ফ্লাইট চালুর কথা জানিয়ে বলেন, এয়ারলাইন্সের পাঠানো বার্তায় যাত্রীদের ফ্লাইট বিষয়ক সর্বশেষ তথ্য জেনে রাখার অনুরোধ করা হচ্ছে।

যেকোনও ফ্লাইটের সময় জানতে বা ফ্লাইট দেরি হলে যাত্রীদের এয়ারলাইন্সে সরাসরি যোগাযোগ করতেও বলা হয়।

হামলার মুখে ফ্লাইট বন্ধ করে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে সিরিয়া জানিয়েছে, ইসরায়েল গোলান হাইটস ও লেবানন থেকে রাজধানী দামাস্কাসের ওপর হামলা চালিয়েছে। এতে তারা বাধ্য হয়েছে আকাশ সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে।

আর ইরাক জানিয়েছে, তারা আকাশসীমায় বেসামরিক বিমান চলাচলে নিরাপত্তার দিকে নজর রাখছে। তাই এই হামলার পরে নিজেদের আকাশসীমায় নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।

নিজেদের ভূখণ্ডে শত্রু প্রবেশ প্রতিরোধ করতে এবং আকাশপথে বন্ধুসুলভ উড়োজাহাজ চিহ্নিত সহজ করতে যেকোনও ধরনের হামলার পরে আকাশসীমা নিষিদ্ধ করে দেওয়া বিভিন্ন দেশের একটি স্বীকৃত পদ্ধতি।

ইরান আর ইসরায়েলের মধ্যে হামলা-পাল্টা হামলা চললে সেটার প্রভাব পড়বে ইরাক ও সিরিয়াতেও। তাই নিরাপত্তার স্বার্থেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশগুলো।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত