Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত শুরু ইরানের

ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ।
ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ।
[publishpress_authors_box]

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ইরান।

দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার দুর্ঘটনা তদন্তে উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি দলকে দায়িত্ব দিয়েছেন।

দলটির নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহাই। তিনি তার দলের সদস্যদের নিয়ে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় গত রবিবার বরফ শীতল আবহাওয়ায় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

এসময় রাইসির সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রাহমাতি ও ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেমসহ ৯ জন ছিলেন।

পূর্ব আজারবাইজান ও ইরান সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। সেখানে ভারি বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ১৫ ফুটের বেশি দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত