Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

w1
[publishpress_authors_box]

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মেয়েরা করেছিল নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান। দ্বিতীয় ম্যাচে তারা পায় রেকর্ড ব্যবধানে জয়। আজ (সোমবার) দাপুটে জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচে তারা জয় পেল ৭ উইকেটে।

শুরুতে ব্যাট করা আয়ারল্যান্ড অলআউট হয়েছিল ১৮৫ রানে। জবাবে ৩৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। শারমিন আক্তার সুপ্তা শেষ ম্যাচেও করেছেন দুর্দান্ত ব্যাটিং। তিনি খেলেন ৮৮ বলে ১১ বাউন্ডারিতে ৭২ রানের ইনিংস। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। ১৭২ রান করে সিরিজ সেরা হয়েছেন ফারজানা হক।

 প্রথম ম্যাচে ৯৬-এর পর দ্বিতীয় ওয়ানডেতে শারমিন করেছিলেন ৪৩। এক বছরের বেশি সময় পর ফেরাটা রঙ্গিনই হলো তার। এছাড়া ওপেনার ফারজানা হক ৬১ ও অধিনায়ক নিগার সুলতানা করেছিলেন ১৮*।

এর আগে আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন অধিনায়ক গ্যাবি লুইস। ৪৩ রানে ৩ উইকেট নিয়েছিলেন ফাহিমা খাতুন। ২টি করে উইকেট সুলতানা খাতুন ও নাহিদা আকতারের।

৩-০ ব্যবধানে সিরিজ জয়ে সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলার আশাও বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত