Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫
টি-টোয়েন্টি সিরিজ

বাংলাদেশকে শেষ ম্যাচেও হারাল আয়ারল্যান্ড

বাংলাদেশ নারী ক্রিকেট দল হেরেছে শেষ ম্যাচেও।
বাংলাদেশ নারী ক্রিকেট দল হেরেছে শেষ ম্যাচেও।
[publishpress_authors_box]

শেষ ওভারে জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার ছিল ১৬ রান। হাতে ৫ উইকেট। বোলিংয়ে তখন বাংলাদেশের স্বর্ণা আক্তার। ম্যাচটি জয়ের সম্ভাবনা তখনও বাংলাদেশের দিকেই ছিল। প্রথম বলেই আরলেন কেলিকে স্বর্ণা রান আউট করলে সেই সম্ভাবনা আরও বেড়ে যায় বাংলাদেশের।

কিন্তু পরের ৪ বলে ডিলেনি যা করলেন তাতে শুধু জয়ই পেলেন না, বাংলাদেশের নারী দলের ক্রিকেটারদের হৃদয়ও ভেঙে গুড়িয়ে দিলেন। স্বর্ণার ওভারের দ্বিতীয় বলে তিনি নিলেন ২ রান। এরপর টানা তিনটি বাউন্ডারি। এক বল বাকি থাকতেই ম্যাচ শেষ। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা দিলেন আইরিশরা।

ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে দাপুটে জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরতেই মুদ্রার উল্টো পিঠ দেখল বাংলাদেশ।

বাংলাদেশি বোলারদের এই উল্লাস শেষ পর্যন্ত মুছে গেছে।

 সিলেটে টানা দুই ম্যাচ হেরে আগেই সিরিজ খুইয়েছিল বাংলাদেশের মেয়েরা। সোমবার হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে ব্যাটিংয়ে নেমে নিগার সুলতানা জ্যোতিদের শুরুটা ইতিবাচক হলেও শেষটা ছিল হতাশার।

১২৩ রানের নাগালে থাকা লক্ষ্যমাত্র তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে একটা সময় বিপদ বাড়ছিল আয়ারল্যান্ডের। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটিতে শেষ পর্যন্ত হাসি ধরে রেখেছে আইরিশ মেয়েরা।

এ নিয়ে চলতি বছর টি-টোয়েন্টি ফরম্যাটে ঘরের মাটিতে তৃতীয় হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল বাংলাদেশের মেয়েরা। এর আগে ভারতের বিপক্ষে (৫-০) এবং অস্ট্রেলিয়ার মেয়েদের সঙ্গে (৩-০) ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের মেয়েদের তিনটি ধবলধোলাইয়ের সবকটিই হলো এ বছর।

অবশ্য ২০১৮ সালে আয়ারল্যান্ডের মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবার সেটা করতে পারল না।

এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ। সর্বোচ্চ ৪৫ রান করেন সোহানা মোস্তারি। বাকি ব্যাটারদের কেউই ভালো করতে পারেননি।

জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। মূলত লরা ডিলেনির কাছেই হেরেছে বাংলাদেশ। ৪ উইকেট পড়ার পর ক্রিজে আসেন তিনি। এরপর ৩১ বলে ৩৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত