তিন বছর আগে টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন ববি ফিঙ্ক। প্যারিসের পুলে নেমেছিলেন ৮০০ মিটার ফ্রিস্টাইলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে। কিন্তু পারলেন না যুক্তরাষ্ট্রের এই সাঁতারু। তাকে টপকে সাঁতার থেকে আয়ারল্যান্ডকে প্রথম অলিম্পিক সোনা এনে দিয়েছেন ড্যানিয়েল উইফেন।
অলিম্পিকে অনেক সোনার পদকই জিতেছে আয়ারল্যান্ড। তবে সাঁতারে কোনও সোনা ছিল না। সেই অপূর্ণতা ২০২৪ সালে এসে ঘুচলো আইরিশদের। অলিম্পিকে নতুন রেকর্ড গড়েই আয়ারল্যান্ডকে সাঁতার থেকে প্রথম সোনা এনে দিয়েছেন উইফেন। ছেলেদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে নতুন কীর্তি গড়েছেন এই সাঁতারু।
যুক্তরাষ্ট্রের চ্যাম্পিয়ন সাঁতারু ফিঙ্কের সঙ্গে তার হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তবে শেষ ল্যাপে অবিশ্বাস্য গতিতে ফিঙ্ককে পেছনে ফেলে সোনা জিতেছেন উইফেন।
২৩ বছর বয়সী এই আইরিশ সাঁতার শেষ করেছেন ৭ মিনিট ৩৮.১৯ সেকেন্ড সময় নিয়ে। বিপরীতে ৭ মিনিট ৩৮.৭৫ সেকেন্ড সময়ে সাঁতার শেষ করে রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আগের আসরের সেরা ফিঙ্ককে।