দুর্দান্ত এক টুর্নামেন্ট শেষ করে নেপাল থেকে দেশে ফিরেছে অনূর্ধ্ব-১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দল। সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে এসে পৌঁছায় সুরভী আকন্দ প্রীতি-ইয়ারজান বেগমেরা।
বিমানবন্দরে নামার বাংলাদেশের মেয়েদের দেওয়া হওয়া ফুলেল সংবর্ধনা। তাদেরকে মিষ্টিমুখ করিয়েছেন বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের নারীদের জয়রথ চলছেই। গত ৮ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ নারী সাফে ভারতের সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর জিতল অনূর্ধ্ব-১৬ সাফ।
রবিবার টাইব্রেকারে ভারতকে হারিয়ে নেপালের মাটিতে চ্যাম্পিয়নের উল্লাস করেছে বাংলাদেশের মেয়েরা। ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়েছিল। এরপর টাইব্রেকারে ভারতকে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। টাইব্রেকারে জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের ৫ শটের মধ্যে ৩টিই তিনি ফিরিয়ে দেন।