চাইলে ইশান কিশানকে নিয়ে বলিউড একটা সিনেমা বানাতে পারে! অন্য কোনও ঘটনা নয়, ভারতীয় ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী বিসিসিআইকে তার ‘বুড়ো আঙুল’ দেখিয়ে চলার সাহসিকতার দৃশ্য বলিউডে ‘হিট’ হতেও পারে। বোর্ডের বিরুদ্ধে রীতিমতো বিদ্রোহই ঘোষণা করেছিলেন তিনি। তবে ফিরে এসেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছে ইশানের।
তবে বাঁহাতি ব্যাটার যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ নিয়ে ভাবছেন না। তিনি জানিয়েছেন, কুড়ি ওভারের বিশ্ব আসরে খেলা তার হাতে নেই। সবকিছুই এখন সহজভাবে নিচ্ছেন। এমনকি সমালোচক কিংবা বোর্ড কাউকে কিছু দেখিয়ে দেওয়ার মানসিকতাও তার নেই।
দক্ষিণ আফ্রিকা সফরে সবশেষ ভারত জাতীয় দলের সঙ্গে ছিলেন ইশান। এরপর ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই সিরিজ থেকে সরে দাঁড়ান তিনি। এরপর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন। পারফরম্যান্সে ঘাটতি থাকায় বিসিসিআই থেকে রঞ্জি খেলার কথা বলা হয়েছিল ইশানকে। কিন্তু তিনি শোনেননি। শোনা যাচ্ছিল, ‘অবাধ্য’ এই ক্রিকেটারের ভাগ্যে কঠিন শাস্তি অপেক্ষা করছে। যেটি কেন্দ্রীয় চুক্তি হারানোর মাধ্যমে সম্পন্ন হয়।
যদিও কোনও কিছুই তাকে লক্ষ্য থেকে সরাতে পারেনি। আইপিএল নেমেই আলো ছড়াচ্ছেন। এবারের আসরে ১৮২.৯৫ স্ট্রাইকরেটে ১৬১ রান করে মুম্বাইয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ফলে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ছে। কিন্তু ইশান এসব নিয়ে ভাবছেন না, “বিশ্বকাপ প্রসঙ্গে বলব, এটা আমার হাতে নেই। এখন আমি সবকিছু সহজভাবে দেখি।”
বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন ইশান। এর মাঝে বোর্ডের কথাও শোনেননি তিনি। ঠিক কী কারণে ক্রিকেট থেকে বাইরে ছিলেন, এ প্রসঙ্গে ইশান বললেন, “আমি অনুশীলন করছিলাম (বিরতির সময়)। যখন আপনি বিশ্রামে থাকবেন, তখন লোকজন অনেক কিছু নিয়ে আলোচনা করবে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কথা বলবে। কিন্তু আমি আমার দিকটাকে গুরুত্বপূর্ণ মনে করেছি, তারা কী ভাবছে, ওটা নিয়ে ভাবিনি। আমি কেবল আমার বিরতির সময়টা কাজে লাগাতে চেয়েছি।”