Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
Beta
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

কর্মীদের ক্ষোভের মুখে অফিস করছেন না ইসলামী ব্যাংক এমডি

মুহাম্মদ মুনিরুল মওলা।
মুহাম্মদ মুনিরুল মওলা।
[publishpress_authors_box]

দেশের শীর্ষ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলা তিন দিন ধরে অফিসে যাচ্ছেন না।

ব্যাংকটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যাংকটির কর্মীদের একটি অংশের চাপের মুখে অফিসে যাওয়া থেকে বিরত আছেন মুনিরুল মওলা।

এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকাকালে ব্যাংকটিতে এমডি হিসেবে নিয়োগ পান মুনিরুল মওলা। তার নিয়োগের পর থেকে ব্যাংকটি থেকে এস আলম গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অনেক টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ব্যাংকটির নিয়ন্ত্রণ হারায় আওয়ামী লীগ ঘনিষ্ঠ চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম); তাকেও আর দেশে দেখা যায়নি।

এরপর কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পরিচালক নিয়োগ দিলেও স্বপদে থেকে যান মুনিরুল মওলা।

এ নিয়ে ব্যাংকটির কর্মীদের মধ্যে ক্ষোভ রয়ে যায় বলে ব্যাংকটির কর্মকতারা জানান। এমডি পদে বহাল থেকে এস আলমকে নতুন করে সহায়তার তথ্যে কর্মকর্তাদের ক্ষোভ বেড়ে যায়।

গত বৃহস্পতিবার কিছু কর্মকর্তা তাকে পদত্যাগের জন্য চাপ দেন। রবিবার ব্যাংকের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের সঙ্গে দেখা করে এমডিকে অপসারণের দাবি জানায় তারা। এরপর থেকে মুনিরুল মওলা আর অফিসে যাচ্ছেন না।

এ বিষয়ে কথা বলতে মুনিরুল মওলার মোবাইল ফোন নম্বরে কল করা হলেও তিনি সাড়া দেননি। ব্যাংকটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদও ফোন কলে সাড়া দেননি।

নাম প্রকাশ না করা শর্তে ইসলামী ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সকাল সন্ধ্যাকে বলেন, আগামী ২৯ ডিসেম্বর ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে এমডিকে অপসারণের বিষয়টি আলোচনা করা হবে বলে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন। ব্যাংকটির কর্মীরা ওইদিন পর্যন্ত অপেক্ষা করবে। ওই দিনের সিদ্ধান্ত সন্তোষজনক না হলে কর্মীদের আরও বড় পরিসরে বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

ওই কর্মকর্তা আরও বলেন, মুনিরুল মওলার কারণে দিন দিন ব্যাংকটিতে অসোন্তষ বাড়ছে। ব্যাংকের গ্রাহকদের মধ্যে যে ধরনের আস্থার সংকট তৈরি হয়েছিল, তা কাটিয়ে উঠতে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি।

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংকটিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান মুনিরুল মওলা। ২০২০ সালের ডিসেম্বরে তাকে এমডি পদে নিয়োগ দেয় পরিচালনা পর্ষদ।

মনিরুল মওলার ব্যবস্থাপনায় থাকাকালেই ব্যাংকটিতে বড় ধরনের অনিয়ম হয় বলে অভিযোগ ওঠে। এস আলম গ্রুপকে অনৈতিকভাবে ঋণ পাইয়ে দিতে তিনি সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। তাদের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ করা হয়।

গত বৃহস্পতিবার চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়–১–এ বাদী হয়ে মামলা করেন দুদকের উপপরিচালক ইয়াছিন আরাফাত।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এক হাজার ৯২ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।

মামলার অন্য বিবাদীদের মধ্যে রয়েছেন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও ইসি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান তানভীর আহমদ, সাবেক পরিচালক মো. ফসিউল আলম, কাজী শহীদুল আলম, মো. সিরাজুল করিম, জামাল মোস্তফা চৌধুরী, মো. জয়নাল আবেদীন, খুরশীদ উল আলম, সাবেক স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ সালেহ জহুর ও মোহাম্মদ সোলায়মান, পরিচালক মো. কামরুল হাসান ও সাবেক নমিনি পরিচালক সৈয়দ আবু আসাদ।

এছাড়া আছেন ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও কে কিউ এম হাবিবুল্লাহ, সাবেক ডিএমডি ও চিফ হিউম্যান রিসোর্স অফিসার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, মিফতাহ উদ্দিন, মোহাম্মদ আলী ও মোহাম্মদ সাব্বির, সাবেক উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজাউল করিম, বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, সাবেক এসইভিপি ও এএমডি মো. আলতাফ হোসেন, এসইভিপি জি এম মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস ও সাবেক এসইভিপি মোহাম্মদ উল্লাহ, বিনিয়োগ প্রশাসন বিভাগের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফরিদ উদ্দিন, ব্যাংকের কক্সবাজার শাখার ম্যানেজার আমান উল্লাহ, চট্টগ্রামের চাক্তাই শাখার সাবেক ম্যানেজার ও বর্তমানের এফএভিপি মোহাম্মদ আলী আজগর, চাক্তাই শাখার সাবেক বিনিয়োগ ইনচার্জ খাজা মোহাম্মদ খালেদ, চাক্তাই শাখার প্রধান ও অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. মনজুর হাসান, ইসলামী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ জোনের প্রধান মোহাম্মদ ইয়াকুব আলী ও দক্ষিণের অপর জোনপ্রধান ও এসইভিপি মিয়া মোহাম্মদ বরকত উল্লাহ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত