ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) জানিয়েছিল, হামলায় একজন নিউজ এডিটর ও একজন কর্মী প্রাণ হারিয়েছে।
তেহরানে অবস্থিত ওই টেলিভিশনটির সদর দপ্তরে সোমবার হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এর আগে যেখানে ভবনটি অবস্থিত সেই এলাকা থেকে সবাইকে সরিয়ে নেওয়ার কথা বলেছিল ইসরায়েলি সেনারা।
ইসরায়েল যখন আইআরআইবিতে হামলা চালায়, তখন সেখানে লাইভ খবর চলছিল। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন সংবাদ পাঠিকা ডেস্কের পেছনে বসে খবর পড়ছিলেন। তখনই হঠাৎ সেখানে হামলা হয়। হামলায় পাঠিকার চেয়ারটিও কেঁপে ওঠে। তারপর তাকে দ্রুত ক্যামেরার বাইরে চলে যেতে দেখা যায়।
ভিডিও শেষ হওয়ার আগে দেখা যায়, কালো ধোঁয়া আর ধ্বংসাবশেষের আবর্জনায় ভরে ওঠে সেখানকার বাতাস।
আকস্মিক হামলার পর কিছুক্ষণের জন্য আইআরআইবির সম্প্রচার কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর অবশ্য আবার সম্প্রচার শুরু করতে সক্ষম হন টেলিভিশন কর্তৃপক্ষ।
একপর্যায়ে টেলিভিশনটির সম্প্রচার শাখার প্রধান পেমান জেবেলি রক্তমাখা একটি কাগজ নিয়ে পর্দায় দেখিয়ে বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করে যাবেন।
গণমাধ্যম কার্যালয়ে এভাবে হামলা চালানোকে ইসরায়েলের ‘সত্যের মুখ চেপে ধরার’ চেষ্টা হিসেবে মন্তব্য করেছে ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ক কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েল অভিযোগ করেছে, গণমাধ্যম কার্যালয়টি ইরান সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে।
তথ্যসূত্র : বিবিসি