গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে শুক্রবার তিনটি মিডিয়ার ৫ সাংবাদিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন, আমজাদ জাহজুহ (প্যালেস্টাইন মিডিয়া এজেন্সি), ওয়াফা আবু দাবাহ (ইসলামিক ইউনিভার্সিটি রেডিও), বিজক আবু আশকিয়ান (প্যালেস্টাইন মিডিয়া এজেন্সি), সাদি মাদুখ (ডিপ শট মিডিয়া প্রোডাকশন কোম্পানি) ও আহমেদ শুক্কর (ডিপ শট মিডিয়া প্রোডাকশন কোম্পানি)।
নিহতদের মধ্যে প্রথম তিনজনকে হত্যা করা হয়েছে নুসেইরত শরণার্থী শিবিরে। বাকী দুজন গাজা সিটিতে।
শুক্রবার সকালে নুসেইরত শারণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এসময় ইসরায়েলি সেনাদের গুলিতে অন্য বেসামরিকদের সঙ্গে তিন সাংবাদিকও নিহত হয়। তারা শরণার্থী শিবিরটিতে সংবাদ সংগ্রহ করছিলেন।
একই দিন দুপুরে গাজার মধ্যাঞ্চলে হামাসের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের সময় আরও দুই সাংবাদিক নিহত হয়। সেসময় তারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনের দৃশ্য ভিডিও করছিল।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরু হয়। মিডল ইস্ট আই বলছে, অভিযান শুরুর পর এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ১৫৮ জন সাংবাদিক নিহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামাস-ইসরায়েলে যুদ্ধে এখন পর্যন্ত ৩৮ হাজার ৯৮ জন নিহত ও ৮৮ হাজার আহত হয়েছেন।
হামাস-ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রসহ একাধিক পক্ষ চেষ্টা করছে। কিন্তু এখন পর্যন্ত কোনও পক্ষকেই যুদ্ধবিরতি চুক্তির পক্ষে রাজি করানো যায়নি।
তথ্যসূত্র : আল জাজিরা।