Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
Beta
রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাফায় সর্বাত্মক হামলায় হামাস নির্মূল হবে না : ব্লিনকেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
[publishpress_authors_box]

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের রাফা শহরে সর্বাত্মক ইসরায়েলি হামলা হামাসকে নির্মূল করতে পারবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

রবিবার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এই অভিমত দেন বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ব্লিনকেন বলেন, রাফায় পূর্ণ মাত্রার ইসরায়েলি অভিযানে অবিশ্বাস্য রকমের চড়া মূল্য দিতে হতে পারে। এছাড়া রাফায় এমনকি ব্যাপক অভিযান চালানো হলেও  হামাসের হুমকিকে শেষ করা যাবে না।

রাফায় সর্বাত্মক ইসরায়েলি হামলায় অরাজকতা উস্কে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন এই কূটনীতিক আরও বলেন, হামাসের যোদ্ধারা ইতোমধ্যে গাজার উত্তরাঞ্চলে নির্দিষ্ট কিছু এলাকায় ফিরে এসেছে, যেগুলো এর আগে ‘মুক্ত’ করার দাবি করেছিল ইসরায়েল।

যুদ্ধ শেষ হওয়ার পর গাজার জন্য একটি পরিকল্পনা দিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ অব্যাহত রেখেছে বলেও জানান ব্লিনকেন।

গত বছরের ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজায় পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলে ৭ অক্টোবর চালানো হামাসের হামলায় প্রায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়। এছাড়া হামাসের যোদ্ধারা জিম্মি করে নিয়ে যায় ২৫৩ জনকে।

ওই ঘটনার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত