সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, বাতাস ছিল বেশ শীতল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ কালো হয়ে যায়, কোথাও কোথাও ঝরে বৃষ্টি। তবে খুব বেশি বৃষ্টি না হলেও গরম কিছুটা কমেছে, ঢাকার নগরজীবনে এসেছে স্বস্তি।
আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, রাজধানী ঢাকাসহ সারাদেশেই বিভিন্ন স্থানে বৃহস্পতিবার কম-বেশি বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টি আগামী তিনদিন ধরে চলবে, সঙ্গে থাকবে বাতাস ও বজ্রপাত। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান সকাল সন্ধ্যাকে বলেন, “মূলত কালবৈশাখীর কারণে এই সময়টা আবহাওয়া এমনই থাকবে। মার্চ-এপ্রিল থেকে শুরু করে এমন চলবে আগামী জুন থেকে জুলাই পর্যন্ত।”
হাফিজুর রহমান বললেন, বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে গরম কিছুটা কমেছে। তীব্র গরমের অনুভূতিও কমবে কিছুটা।
সারাদেশে আগামী তিন দিন বৃষ্টি হলেও তা টানা হবে না জানিয়ে তিনি বলেন, বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে।
আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ এবং এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে; সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিকভাবে মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
রাজশাহী ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
হাফিজুর রহমান জানান, সিলেট, কৃষ্টিয়া, সিরাজগঞ্জ আর রাজশাহী এলাকায় অপেক্ষাকৃত বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি।