Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বৃষ্টি হবে আরও পাঁচদিন

বৃষ্টি
বৃষ্টিতে ভিজেছে ঢাকা। ছবি : হারুন অর রশীদ
Picture of সকাল সন্ধ্যা প্রতিবেদন

সকাল সন্ধ্যা প্রতিবেদন

শ্রাবণ মাসের বিদায়বেলায় সারা দেশে কম-বেশি বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই বৃষ্টি পাঁচদিন থাকতে পারে।

আবহওয়া অধিদপ্তরের মঙ্গলবার সকালের পূর্বাভাসে একথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পাবনা জেলার ঈশ্বরদীতে ৮৩ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।

বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ২, সিলেটে ৬৭, চট্টগ্রামে ৪৪, বরিশালে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রংপুর ও ময়মনসিংহে সামান্য বৃষ্টি হলেও খুলনা শহর ছিল একেবারে বৃষ্টিহীন।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত কয়েকদিন ধরে বৃষ্টি হলেও তাপমাত্রা খুব একটা কমেনি। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত