Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

‘জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না’

ঢাকার তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : পিআইডি
ঢাকার তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

রোজা ও ঈদকে সামনে রেখে ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষ যেন উচ্ছৃঙ্খল আচরণ না করে, সে বিষয়েও সচেতন করে দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কারও অভিযান চালানোর অধিকার নেই জানিয়ে উপদেষ্টা বলেন, “জনগণকে সচেতন হতে হবে। জনগণ উচ্ছৃঙ্খল হলে তো চলবে না।”

এমন সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বললেন যখন প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ‘মব’ তৈরি হচ্ছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার প্রতিষ্ঠানটিরই এক কর্মচারীকে ছাড়িয়ে আনতে শাহবাগ থানায় জমায়েত হয় একদল বিক্ষুব্ধ মানুষ।

যারা নিজেদের তৌহিদী জনতা হিসেবে পরিচয় দেয় এবং গ্রেপ্তার মোস্তফা আসিফ অর্ণবকে ছেড়ে দেওয়ার দাবি জানায়।

মব প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা তৎপর রয়েছে বলেও জানান তিনি।

এছাড়া মহাসড়কে যেসব স্থানে ডাকাতি হচ্ছে সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ট্যুরিস্ট পুলিশে জনবলের অনেক ঘাটতি রয়ে গেছে জানিয়ে উপদেষ্টা বলেন, “তাদের নিজস্ব কোনো থাকার জায়গা নেই, যানবাহনের অনেক সমস্যা রয়েছে। এরকম অনেক সমস্যার কথা আজকে শুনলাম। তারা দেশে অনেক ভালো কাজ করছে। এই ট্যুরিস্ট পুলিশ যদি আরো সক্রিয় হয়, তাহলে বিদেশি পর্যটকরা আমাদের দেশে আসবে, যা আমাদের দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে।”

এর আগে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে ট্যুরিস্ট পুলিশ প্রধান মো. মাইনুল হাসান অতিরিক্ত আইজিপির (চলতি দায়িত্ব) সভাপতিত্বে এক মতবিনিময়ে অংশ নেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঢাকার তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারে ট্যুরিস্ট পুলিশ সদর দপ্তর পরিদর্শন শেষে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : পিআইডি

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত