Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
Beta
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

হেড বাটে লাল কার্ড দেখলেন কোচ!

০০০০০০০০০
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

বিশ্বকাপ ফুটবল ফাইনালে বিখ্যাত হয়ে আছে জিনেদিন জিদানের হেড বাট। ইতালির মাতেরাজ্জিকে মাথা দিয়ে ঢুস মেরে লাল কার্ড দেখেছিলেন ফরাসি কিংবদন্তী। তাই বলে হেড বাটে জড়াবে একজন কোচের নাম!

এমন অভূতপূর্ব ঘটনাই ঘটেছে ইতালিতে। সিরি ‘এ’তে হেলাস ভেরোনার কাছে ১-০ গোলে হেরেছে লেচ্চে। ম্যাচ শেষে দেখা যায় লেচ্চের কোচ রবার্তো দি’আভেরসা এগিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের দিকে।

হেলাস ভেরোনার স্ট্রাইকার থমাস হেনরি কিছু একটা নিয়ে তর্ক করছিলেন লেচ্চের ডিফেন্ডার মারিনের সঙ্গে। তখনই কোচ রবার্তো মাথা দিয়ে ঢুস দিয়ে বসেন হেনরিকে! রেফারি লাল কার্ড দেখিয়েছেন দুজনকেই।

রবার্তো দি’আভেরসা পরে ক্ষমা চেয়েছেন হেড বাটের জন্য, ‘‘পরের ম্যাচে কোনও খেলোয়াড়কে হারাতে চাই না আমি। এজন্য এগিয়ে এসে আলাদা করতে চেয়েছিলাম হেনরি আর মারিনকে। তখনই ঘটনাটি ঘটে যায়। আমি দুঃখিত। ক্ষমা চাইছি আমি।’’

সিরি ‘এ’র অপর ম্যাচে এসি মিলান ১-০ গোলে হারিয়েছে এমপোলিকে। আর জুভেন্টাস ২-২ গোলে ড্র করেছে আতালান্তার সঙ্গে। ২৮ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শিরোপার সুবাস পাচ্ছে ইন্টার মিলান। সমান ম্যাচে দুইয়ে থাকা এসি মিলানের পয়েন্ট ৫৯ আর জুভেন্টাসের ৫৮।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত