সাভারের আশুলিয়ায় বাড়তি ভাড়া নিয়ে বিতণ্ডায় বাসের চালক ও সহকারীকে পিটিয়ে মেরেছে যাত্রীরা।
গতকাল সোমবার বেলা দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার ডিইপিজেডের সামনে এই মারধরের ঘটনা ঘটে।
ঘটনায় আহত ইতিহাস পরিবহনের চালক ও সহকারীকে যাত্রীরাই পরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- ইতিহাস পরিবহনের বাসের চালক মিরপুর-১৫ এলাকার বাসিন্দা সোহেল রানা বাবু (২৮) ও সহকারী মিরপুর-১ এর বাসিন্দা হৃদয় (৩০)।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাকসুদুর রহমান এই ঘটনার সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, “ইতিহাস পরিবহনের বাসটি দুপুর ২টার দিকে আশুলিয়ার ডিইপিজেডের সামনে পৌছায়। তখন যাত্রীদের সঙ্গে চালক ও তার সহকারীর বাড়তি ভাড়া নিয়ে বাগবিতণ্ডা হয়।
“একপর্যায়ে যাত্রীরা তাদের মারধর করে। পরে মুমুর্ষ অবস্থায় তাদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের মৃত্যু হয়।”
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, বাসটি ডিইপিজেড এলাকায় পৌঁছালে লাঠি হাতে কয়েক যুবক বাসে উঠে চালক ও তার সহকারীকে মারধর করে পালিয়ে যায়।
এ বিষয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, “বহিরাগত লোক বাসে উঠে চালক ও তার সহকারীকে মারধর করেছে এমন তথ্য আমরা পাইনি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।”