বেশ কয়েক বছর ধরেই কারাগারে আছেন অর্থপাচারে অভিযুক্ত ভারতীয় নাগরিক সুকেশ চন্দ্রশেখর। ২০০ কোটি রুপি প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে। একই মামলায় নাম এসেছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজেরও।
অভিযোগ, সুকেশের চন্দ্রশেখর সমাজের উঁচুতলার ব্যক্তিদের ফাঁদে ফেলে আর্থিক প্রতারণা করতেন।
সুকেশের দাবি জ্যাকুলিন তার প্রেমিকা। জেল থেকে প্রায়ই প্রেমিকাকে প্রেমপত্র পাঠান তিনি। জ্যাকুলিনের জন্মদিনে তার প্রেম উজাড় করে দেওয়া উন্মাদনার কথাও অনেকেই জানেন।
কিন্তু এবার আর প্রেয়সীকে নয় সোজা চিঠি লিখলেন ডনাল্ড ট্রাম্পকে!
আমেরিকার নির্বাচনে জয়ী হওয়ার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ‘বড় ভাই’বলে সম্বোধন করেছেন তিনি। তার সঙ্গে প্রেমিকার জন্য একটি আর্জিও রেখেছেন।
সুকেশ তার চিঠিতে লিখেছেন, ‘আপনার সঙ্গে শেষ সাক্ষাৎ আজও মনে আছে। সেটা প্রায় এক যুগ আগের কথা। আপনি একটা পরামর্শ দিয়েছিলেন। আপনি বলেছিলেন, ‘এই পৃথিবী যেমন, তেমন ভাবেই গ্রহণ করুন, বা আপনি যে ভাবে দেখতে চান, সেই ভাবেই দেখুন।’ সেই কথাগুলো আমার কানে আজ আবার বাজল। আমাকে এমন উৎসাহ, ভালবাসা দেওয়ার জন্য তোমাকে ভালবাসি ভাই।’
ট্রাম্প নাকি আরও একটি পরামর্শ দিয়েছিলেন সুকেশকে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেছেন, ‘নিজের প্রেয়সীকে সবসময় সম্মান দিয়ে রাখবেন। সবসময় তাঁকে মাথায় তুলে রাখবেন।’
সেই কারণেই নাকি আমেরিকায় বিনিয়োগ করার ইচ্ছেও প্রকাশ করেন সুকেশ চন্দ্রশেখর। এক স্টুডিওতে ১৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চান তিনি। জ্যাকুলিনের জন্যই তাঁর এই বিনিয়োগ পরিকল্পনা।
সুকেশের সঙ্গে সম্পর্কে থাকায় বিতর্কে নাম জড়ায় জ্যাকুলিনেরও। ২০২১ সাল থেকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন এই অভিনেত্রী। শ্রীলঙ্কার নাগরিক হলেও দীর্ঘদিন বলিউডের সঙ্গে যুক্ত জ্যাকুলিন।