Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ভারতীয় দলে ধাক্কার পর ধাক্কা

দ্বিতীয় টেস্টে নেই রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। ছবি: টুইটার
দ্বিতীয় টেস্টে নেই রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। ছবি: টুইটার
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ব্যক্তিগত কারণে প্রথম দুই টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। দলের সেরা ব্যাটারকে ছাড়াই তাই নামতে হয় হায়দরাবাদ টেস্টে। ইংল্যান্ডের বিপক্ষে এই টেস্টটি নাটকীয়ভাবে হেরেছে ভারত। ঘরের মাঠে হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করে এমনিতেই ধাক্কা লাগে ভারতীয় ক্রিকেটে। এর মাঝেই আবার বড় ধাক্কা হয়ে এসেছে দুই তারকা ক্রিকেটারের চোট।

ইনজুরিতে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে নিশ্চিত করেছে তাদের না খেলার বিষয়টি। নিয়মিত একাদশের দুই ক্রিকেটারের জায়গা পূরণে বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যোগ করা হয়েছে তিন ক্রিকেটারকে। স্কোয়াডে যোগ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটার সরফরাজ খান, বাঁহাতি স্পিনার সৌরভ কুমার ও অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

বিসিসিআই জানিয়েছে, হায়দরাবাদ টেস্টের চতুর্থ দিনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন জাদেজা। আর ডান ঊরুর ব্যথায় ছিটকে গেছেন রাহুল। এই দুই ক্রিকেটারের না থাকাটা নিশ্চিতভাবেই বড় ক্ষতির। ২৮ রানে প্রথম টেস্ট হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে ভারত ব্যাকফুটে চলে গেছে জাদেজা-রাহুলের ইনজুরিতে।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলছে ভারতের। প্রথম টেস্ট শুরু হয়েছে হার দিয়ে। ঘুরে দাঁড়ানোর মিশনে ২ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমের দ্বিতীয় টেস্টে নামবে রোহিত শর্মারা।

দ্বিতীয় টেস্টে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত (উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রিত বুমরা, আভেশ খান, রজত পতিদার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত